নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ঢাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
১১ জুলাই ২০১৮ ১৭:০৩
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাবি: নিরাপত্তার দাবি জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যায়ের (ঢাবি) ক্যাম্পাসে মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। বুধবার (১১ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে মোকাররম ভবনের মূল ফটকের সামনে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।
কোটা সংস্কার আন্দোলনের ঘটনায় নির্যাতন-নিপীড়ন এবং গ্রেপ্তার আতঙ্কসহ নানা সংকটে সৃষ্ট চলমান উত্তপ্ত পরিস্থিতি নিরসনে এ মানববন্ধন করা হয়। এসময় তাদের এ মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা।
মানবন্ধনে শিক্ষার্থীরা বলেন, ‘কোটা সংস্কার আন্দোলন ছিলো শান্তিপূর্ণ আন্দোলন। কিন্তু সে আন্দোলনকে কিছু দুর্বত্তরা নিজেদের স্বার্থসিদ্ধ করতে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর নির্মমভাবে নির্যাতন করেছে। শুধু তাই নয়, আন্দোলনকারী শিক্ষার্থীদের ক্যাম্পাসে নির্যাতন করে পুলিশের হাতে তুলে দিয়েছে। পুলিশ নির্যাতিত সেসব শিক্ষার্থীদের বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠিয়েছে, রিমান্ডে দিয়েছে। অথচ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এমন পরিস্থিতিতে নির্বিকার ভূমিকা পালন করছে।’
তারা আরও বলেন, ‘কিছুদিন আগে আমরা শহীদ মিনারের সামনে শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি পালন করছিলাম। হঠাৎ ছাত্রলীগ আমাদের কিভাবে নির্যাতন করেছে, ছাত্রীদেরকে কিভাবে লাঞ্ছিত করেছে তা সকলেই দেখেছে। কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা নেইনি। উল্টো তাদের লেলিয়ে দিয়েছে। যার ফলে আন্দোলনকারী শিক্ষার্থীরা ক্যাম্পাসে অবস্থান নিতে পারছে না। এমন পরিস্থিতি দ্রুত নিরসন করে ক্যাম্পাস আমাদের নিরাপত্তা দাবি করছি।’
মানববন্ধনে জার্নালিজম বিভাগের অধ্যাপক গীতি আরা নাসরিন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে একটা শান্তিপূর্ণ আন্দোলনকে ঘিরে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা দ্রুত নিরসন করে শিক্ষার্থীদের নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করতে প্রশাসনের নিকট দাবি জানাচ্ছি।’
একই বিভাগের অধ্যাপক ফাহমিদুল হক বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪০ হাজার শিক্ষার্থীর অভিভাবক ভিসি, তিনি শিক্ষার্থীদের নিয়ে জঙ্গিবাদের বক্তব্য দিয়েছেন তা কোনোভাবেই প্রত্যাশিত নয়। তার এমন বক্তব্য দুর্বৃত্তদের উসকে দেওয়ার শামিল। এতে শিক্ষার্থীদের নিরাপত্তা অনিশ্চিত হয়ে পড়ে।’
মানববন্ধনে আরও বক্তব্য দেন- আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তানজিল উদ্দিন খান ও অধ্যাপক আব্দুল মান্নান, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সামিনা লুৎফা, সিএসসি বিভাগের অধ্যাপক সাব্বির আহমেদ ও মামুনুর রশিদ, অর্থনীতি বিভাগের অধ্যাপক রুশাদ ফরিদি, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক তাহমিনা খানম, মাইক্রোবায়েলজি বিভাগের অধ্যাপক তানিয়া বন্নিসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
সারাবাংলা/এসএইচ/এমও