Sunday 02 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশে মোট ভোটার ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪

স্টাফ করেসপন্ডেন্ট
২ নভেম্বর ২০২৫ ১৭:৪৭ | আপডেট: ২ নভেম্বর ২০২৫ ২১:৫৮

-ছবি : সারাবাংলা

‎ঢাকা: আরও ১৩ লাখের বেশি নতুন ভোটারের খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সব মিলিয়ে এখন দেশে মোট ভোটার ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন।

‎রোববার (০২ নভেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

‎ইসি সচিব বলেন, দেশে পুরুষ ভোটার ৬ কোটি ৪৭ লাখ ৬০ হাজার ৩৮২ জন এবং মহিলা ভোটার ৬ কোটি ২৮ লাখ ৫০ হাজার ৭৭২ জন। অন্যদিকে তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩০ জন। সব মিলিয়ে দেশে বর্তমানে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন।

‎আখতার আহমেদ বলেন, চুড়ান্ত ভোটার তালিকা ১৮ নভেম্বর প্রকাশ করা হবে।

উল্লেখ্য, সংসদ নির্বাচনকে সামনে রেখে এ বছরের ২ মার্চ এক দফা ভোটার তালিকা হালনাগাদ চূড়ান্ত করা হয়। এরপর ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে দ্বিতীয় দফা হালনাগাদ চলে; এতে বাদ পড়া ও আঠারো বছরের বেশি বয়সীদের অন্তর্ভূক্ত করা হয়েছে। এ হালনাগাদের চূড়ান্ত প্রকাশ করা হয়  গত আগস্টে।

বিজ্ঞাপন

তৃতীয় ধাপে ৩১ অক্টোবরের মধ্যেও যারা আঠারো বছর বা ভোটারযোগ্য হবে তাদের যুক্ত করা হয়; এ সংখ্যা ১৩ লাখের বেশি।

এ সময় ১১টি দেশের ২১ মিশন অফিসে নিবন্ধন চলমান রয়েছে বলে জানান ইসি সচিব।

তিনি বলেন, এবার প্রবাসী বাংলাদেশি ভোটারদের পোস্টাল ভোটিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। যেসব ভোটার প্রবাসে রয়েছেন, তারা পোস্টাল ভোট বিডি নিবন্ধন অ্যাপে নিবন্ধিত হবেন তাদের পোস্টাল ব্যালটে ভোটের ব্যবস্থা রয়েছে। এজন্য ১৬ নভেম্বর নিবন্ধন অ্যাপ উদ্বোধন করা হবে বলে জানান ইসি সচিব আখতার আহমেদ।

তিনি জানান, নিবন্ধন অ্যাপ উদ্বোধনের সময় কবে নাগাদ পযন্ত নিবন্ধন করা যাবে তা জানানো হবে।

সচিব আরো জানান, দেশে ও প্রবাসে ১৬ বছর বয়সীদেরও এনআইডি সেবা দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে ভোটার তালিকাভূক্ত হবে না তারা, এনআইডি পেলেও কম বয়সীদের ভোট দেওয়ার সুযোগ নেই।

‎সারাবাংলা/এনএল/এসআর