ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যদের আচরণ নিয়ে তীব্র সমালোচনা করেছেন। তিনি অভিযোগ করে বলেন, রাষ্ট্রকে গোপন প্রেমের কারখানা বানানো হচ্ছে, যা নজিরবিহীন। আপনারা রাষ্ট্রকে নিজেদের গোপন প্রেমের কারখানা বানাবেন না।
রোববার (২ নভেম্বর) রাজরানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বিকেলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এ সময় তার সঙ্গে এনসিপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নাসিরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আপনারা শুনেছেন সালাউদ্দিন আহমেদ আইন উপদেষ্টা আসিফ নজরুলকে একটা চিঠি দিয়েছেন। সেখানে উনাদের গোপন প্রেমের কথা উনারা বলেছেন। আপনারা আশ্বস্ত করায় আমরা চুপ ছিলাম। আপনারা রাষ্ট্রকে নিজেদের গোপন প্রেমের কারখানা বানাবেন না। এটা বাংলাদেশে একটা নজিরবিহীন ঘটনা। আমরা প্রধান উপদেষ্টাকে জানাব যে, আপনার উপদেষ্টামণ্ডলীর যারা রয়েছেন তারা যদি বিভিন্ন দলের সঙ্গে এ ধরনের গোপন প্রেম করে থাকেন, তাহলে বাংলাদেশের গণতন্ত্রের যে যাত্রা সেটা ব্যাহত হবে।’
তিনি বলেন, ‘আমরা নির্বাচন কমিশনকে বলছি, কোনো দলের নির্বাচনি প্রতীক নমিনেশন বাণিজ্যের প্রতীক হতে পারে না।’ নাসিরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, ‘যে সংস্কার কার্যক্রম এসেছে, এটাতে স্ট্রিক্ট থাকার জন্য আমরা নির্বাচন কমিশনকে আহ্বান জানিয়েছি।’