ঢাকা: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি যতবারই ক্ষমতায় এসেছে, দেশে ব্যবসার ক্ষেত্রে ‘ফিল গুড ফ্যাক্টর’ ফিরেছে। ব্যবসা-বাণিজ্যের পরিবেশ স্থিতিশীল থাকলে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা স্বাভাবিকভাবেই আগ্রহী হন।
রোববার (২ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি অভিজাত হোটেলে ‘বাংলাদেশের তৈরি পোশাক খাতের বর্তমান সংকট ও পুনরুদ্ধারের পথ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে বাংলাদেশ গার্মেন্ট বায়িং হাউজ অ্যাসোসিয়েশন (বিজিবিএ)।
সভায় সভাপতিত্ব করেন বিজিবিএ প্রেসিডেন্ট মোফাজ্জল হোসেন পাভেল। এতে আরও বক্তব্য দেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) প্রেসিডেন্ট শওকত আজিজ রাসেল, বিজিএমইএর পরিচালক ফয়সাল সামাদ, বিকিএমইএর ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রাশেদ, অর্থনীতিবিদ এমএস সিদ্দিক ও বিজিবিএর অন্যান্য নেতারা।
আমীর খসরু বলেন, “ব্যবসা টিকিয়ে রাখতে সবচেয়ে বেশি দরকার ‘ফিল গুড ফ্যাক্টর’। বিএনপি ক্ষমতায় এলে ব্যবসার পরিবেশে স্থিতিশীলতা আসে। বিদেশি বিনিয়োগকারীরা স্থিতিশীল পরিবেশ ছাড়া বিনিয়োগ করতে চান না।”
তিনি আরও বলেন, ‘অর্থনীতিতে গণতন্ত্র না থাকলে, একচেটিয়া নিয়ন্ত্রণ থাকলে উন্নয়ন থেমে যায়। অর্থনীতিতে যত বেশি নিয়ন্ত্রণ আরোপ করবেন, দুর্নীতিও তত বাড়বে। বাংলাদেশ এখন ওভার-রেগুলেটেড কান্ট্রি—এতে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত, আর সুবিধা পাচ্ছে দুর্নীতিবাজরা।’
ভিয়েতনামের উদাহরণ টেনে তিনি বলেন, ‘ওরা অর্থনীতিকে ডিরেগুলেট করেছে বলেই আমাদের পেছনে ফেলতে পেরেছে।’
সভায় শওকত আজিজ রাসেল বলেন, ‘দেশের অর্থনীতি ও গার্মেন্ট শিল্পের অগ্রগতির ভিত্তি স্থাপন করেছেন শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। পরবর্তী সময়ে সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান উদ্যোক্তাদের প্রণোদনা দিয়ে শিল্পে গতি এনেছিলেন। এখন অর্থনীতিতে স্থিতিশীলতা আনতে প্রয়োজন নির্বাচিত সরকার।’
ফয়সাল সামাদ বলেন, ‘সম্প্রতি বিমানবন্দরে আগুনে অনেক স্যাম্পল পুড়ে গেছে। ফলে বিদেশি ক্রয়াদেশ বাতিল হয়েছে। আমলাতান্ত্রিক জটিলতা দূর না হলে ব্যবসার পরিবেশ আরও খারাপ হবে।’
বিজিবিএ সভাপতি মোফাজ্জল হোসেন পাভেল বলেন, ‘রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে আমরা অর্ডার হারাচ্ছি, বিদেশি বিনিয়োগকারীরা আস্থা হারাচ্ছেন। আমাদের ওপর আস্থা ফিরিয়ে আনতে স্থিতিশীলতা ও নীতিগত সহায়তা জরুরি।’
তিনি রাজনৈতিক নেতাদের উদ্দেশে বলেন, ‘আপনারা আমাদের পলিসি সাপোর্ট দিন, আমরা দেশের জন্য বৈদেশিক মুদ্রা এনে দেব।’