Sunday 02 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নামাজরত অবস্থায় বাবাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ নভেম্বর ২০২৫ ২৩:০২ | আপডেট: ২ নভেম্বর ২০২৫ ২৩:০৬

পাবনায় মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন। ছবি: সংগৃহীত

‎পাবনা: জেলার সদর উপজেলায় নামাজরত অবস্থায় নিজাম প্রামানিক (৬০) নামের এক বাবাকে কুপিয়ে হত্যা করেছে মাদকাসক্ত ছেলে। এ ঘটনায় অভিযুক্ত ছেলেকে আটক করা হয়েছে। এ সময় পুলিশের তিন উপপরিদর্শক (এসআই) আহত হয়েছেন।

‎রোববার (২ নভেম্বর) রাত ৮ টার দিকে চরতারাপুর ইউনিয়নের পুরাতন ভাদুরডাঙ্গীতে এ ঘটনা ঘটে।

‎নিহত নিজাম প্রামাণিক ওই এলাকার মৃত ইন্তাজ প্রামানিকের ছেলে। তিনি কৃষকের কাজ করে জীবিকা নির্বাহ করতেন। অভিযুক্ত ছেলে মোস্তফা প্রামাণিকও বাবার সঙ্গে কৃষিকাজ করতেন। তবে তিনি মাদকাসক্ত ছিলেন।

‎পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, নিহত নিজাম প্রামাণিক নতুন বাজারে দুধ বিক্রি করে সন্ধ্যার পর বাসায় ফেরেন। খাওয়া-দাওয়া শেষে ঈশার নামাজে মাত্র দাঁড়িয়েছেন। এমন সময় সুযোগ বুঝে দরজা আটকিয়ে হাঁসুয়া দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে ঘর থেকে বের হয়। এর পর নিজেই পাশের রুম আটকিয়ে দিয়ে বসে থাকে। পরে বাড়ির লোকজন বিষয়টি বুঝতে পেরে ঘরে গিয়ে দেখে নিজাম প্রামাণিকের মৃত দেহ পড়ে আছে। পরে ওই ছেলেকে ঘরের ভেতরে তালাবদ্ধ অবস্থায় রেখে দেয়। এর পর পুলিশে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে। এর পর অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়।

বিজ্ঞাপন

আটকের সময় অভিযুক্তের ছুরিকাঘাতে সদর থানার এসআই আবু বকর সিদ্দিক, এসআই জিয়াউর রহমান, এসআই আবু রায়হান আহত হয়েছে বলে জানা গেছে। এসআই জিয়াউর রহমানকে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

‎পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মরদেহ উদ্ধার করা হয়েছে। অভিযুক্তকে আটক করা হয়েছে। পুলিশের টিম এখন ঘটনাস্থলে আছে। পরে বিস্তারিত জানাতে পারব।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর