Thursday 31 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জবি ছাত্রলীগের ২ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার


১১ জুলাই ২০১৮ ১৭:২৮

।। জবি করেসপন্ডেন্ট ।।

জবি: প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মী ও সাংবদিকদের উপর অতর্কিত হামলার প্রেক্ষিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রাথমিক তদন্তে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের বহিষ্কার করা হয়। বহিষ্কৃতরা ছাত্রলীগের কর্মী।

বুধবার (১১ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়। বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন ইতিহাস বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের নূরে আলম সিদ্দিকী (আইডি নম্বর- ১৬০১০৩০০৮) এবং গণিত বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. হাবুল হোসেন (আইডি নম্বর- ১৫০৩০২০৬০) ।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আগামী ১০ জুলাই-২০১৮ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িক বহিষ্কার বহাল থাকবে। সাময়িক বহিষ্কৃত থাকাবস্থায় শিক্ষার্থীরা পুনরায় শৃঙ্খলাবিরোধী কাজে জড়িত হলে শাস্তি বিধানের জন্য সরসারি সিন্ডিকেটে উপস্থাপন করা হবে।

উল্লেখ্য, গত ৮ জুলাই দুপুরে জবি ক্যাম্পাসের ভাষ্কর্য চত্বরের সামনে মিছিল ও সমাবেশরত প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীদের উপর অতর্কিত হামলা চালিয়েছে (জবি) শাখা ছাত্রলীগের কর্মীরা। এতে সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়েছিলেন ।

সারাবাংলা/জেআর/এমও

বিজ্ঞাপন
সর্বশেষ

জাপা অফিসে লুটপাটের অভিযোগ
১ নভেম্বর ২০২৪ ০০:১৬

বাংলাদেশের পরবর্তী অধিনায়ক কে?
৩১ অক্টোবর ২০২৪ ২৩:৩২

আরো

সম্পর্কিত খবর