রংপুর: রংপুরের গঙ্গাচড়ায় ঘাঘট নদীর বালুমহালে দুই শিশুকে হত্যা করে লাশ বালুতে পুঁতে গোপনের মামলায় আব্দুর রশিদ (৪৫) নামে বিএনপির এক নেতাকে কারাগারে পাঠিয়েছে আদালত।
রোববার (২ নভেম্বর) আদালতে হাজিরের পর শুনানিতে বিচারক এই আদেশ দেন। এর আগে মামলার মূল আসামি আজাহারুল ইসলামকে গতকাল শনিবার র্যাবের বিশেষ অভিযানে তাঁর নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়। আব্দুর রশিদ আলমবিদিতর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং একই ইউনিয়ন পরিষদের সদস্য।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ৫ আগস্ট সকালে গঙ্গাচড়া উপজেলার ঘাঘট নদীর তীরের বালুমহালে পাথর কুড়াতে যায় শিশু আব্দুর রহমান (৮) ও মারুফ (৬)। সেখানে তাদের হত্যা করে বালুর গর্তে লাশ পুঁতে গোপন করা হয়। সন্ধ্যা পর্যন্ত বাড়ি না ফেরায় পরিবার খোঁজাখুঁজি শুরু করে। ৭ আগস্ট স্থানীয়দের সাহায্যে আজাহারুলের বালু উত্তোলনস্থলের নিচ থেকে লাশ উদ্ধার হয়। লাশের গলায় রশি এবং বুকের হাড় ভাঙা ছিল। নিহতদের বাবা আব্দুর রশিদ ও জাকেরুল ইসলাম বাদী হয়ে গঙ্গাচড়া মডেল থানায় হত্যা মামলা করেন।
পুলিশ জানায়, মামলায় ৫ জন আসামি, যাদের মধ্যে আজাহারুল প্রধান। র্যাব-৭-এর অভিযানে আজাহারুলকে গ্রেফতার করে আদালতে হাজির করে। এ ঘটনা স্থানীয়ে চাঞ্চল্য সৃষ্টি করেছে এবং শিশু নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে।
এদিকে পুলিশ বলছেন, তদন্ত চলমান, সব আসামির গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।