ইউক্রেনে রাশিয়ার একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় দুই শিশুসহ ছয়জন নিহত হয়েছেন এবং হাজার হাজার ঘরবাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে।
শনিবার (১ নভেম্বর) রাত থেকে রোববার (২ নভেম্বর) ভোর পর্যন্ত এ হামলা চালিয়েছে রুশ বাহিনী।
ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের দফতর এক টেলিগ্রাম বার্তায় জানায়, রুশ বাহিনী দনিপ্রোপেত্রোভস্ক ও ওডেসা অঞ্চলে হামলা চালিয়েছে। এতে ছয়জন নিহত হয়েছেন যাদের মধ্যে দুই শিশুও রয়েছে।
এদিকে, দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝিয়া অঞ্চলে রুশ হামলায় প্রায় ৫৮ হাজার পরিবার বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে জানিয়েছেন ওই অঞ্চলের গভর্নর ইভান ফেদোরভ।