দীপ্তি বলে ক্লার্কের ক্যাচটা লাফিয়ে ধরলেন তিনি। হারমানপ্রীত কৌর যখন বলটা তালুবন্দি করলেন, পুরো নাভি মুম্বাই স্টেডিয়ামে তখন বাঁধভাঙ্গা উল্লাস। নাটকীয় এক ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেশের মাটিতে ইতিহাস গড়ে প্রথমবারের মতো নারী বিশ্বকাপের শিরোপা জিতল ভারতের মেয়েরা। ঐতিহাসিক এই ফাইনালে হয়েছে অনেক রেকর্ডও।
ব্যাট হাতে ফিফটি, বল হাতে ফাইফার; ফাইনালে ভারতের জয়ের মূল নায়ক ছিলেন অলরাউন্ডার দীপ্তি শর্মা। নারী ও পুরুষ বিশ্বকাপের নকআউট পর্বে এর আগে আর কোন ক্রিকেটারই এই অনন্য কীর্তি করতে পারেননি।
বিশ্বকাপে এবার আসরের সর্বোচ্চ ২২ উইকেট নিয়েছেন দীপ্তি। তিন ফিফটিতে রান করেছেন ২১৫, ৯০.৩৩ ছিল তার স্ট্রাইক রেট। নারী বিশ্বকাপের এক আসরে ২০ উইকেট ও ২০০ রানের অলরাউন্ড কীর্তি নেই ইতিহাসে আর কারও।
এবারের আসরের গ্রুপ পর্বে তিনটি ম্যাচ হেরেছিল ভারত। সেই ভারতই শেষ পর্যন্ত জিতল শিরোপা। নারী বিশ্বকাপের ইতিহাসে প্রথম দল হিসেবে এক আসরে তিন ম্যাচ হেরেও শিরোপা উঁচিয়ে ধরেছে ভারত।
৩৬ বছর ২৩৯ দিন বয়সে অধিনায়ক হিসেবে শিরোপা উঁচিয়ে ধরলেন ভারতের অধিনায়ক হারমানপ্রীত। নারী ক্রিকেটের সবচেয়ে বয়স্ক অধিনায়ক হিসেবে বিশ্বকাপ শিরোপা জিতলেন তিনি।
২১ বছর ২৭৯ বছর বয়সে গত রাতে ফাইনালের ম্যাচসেরা হয়েছেন শেফালি বর্মা। নারী বিশ্বকাপের ফাইনালের ইতিহাসে তিনিই সর্বকনিষ্ঠ ম্যাচসেরা।
নিজেদের ৯ম বিশ্বকাপে এসে প্রথম শিরোপার স্বাদ পেল ভারত। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের পর চতুর্থ দল হিসেবে নারী ওয়ানডে বিশ্বকাপের শিরোপা ছুঁয়ে দেখলেন ভারতীয়রা।