রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থেকে পোড়াদহগামী শাটল ট্রেনের ইঞ্জিন গোয়ালন্দ স্টেশনে লাইনচ্যুত হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) সকাল সোয়া ৭টার দিকে ওই ইঞ্জিনের একটি চাকা লাইনচ্যুত হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
জানা গেছে, সকালে রাজবাড়ী রেলওয়ে স্টেশন থেকে গোয়ালন্দ ঘাট স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যায় ট্রেনটি। সেখানে ইঞ্জিন ঘুরানোর সময় একটি চাকা লাইনচ্যুত হয়। এরপর রাজবাড়ী থেকে একটি ইঞ্জিন এনে পোড়াদহগামী শাটল ট্রেনটি ছেড়ে গেছে।
গোয়ালন্দ ঘাট স্টেশন মাস্টার মোসলেম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইঞ্জিন লাইনচ্যুত হওয়ার কারণে ট্রেনটি সঠিক সময়ে পোরাদহের উদ্দেশ্যে ছেড়ে যায়নি। জেলা শহর থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন এসেছে। লাইনচ্যুত ইঞ্জিন উদ্ধারের কাজ শুরু হবে।