মৌসুমের প্রায় অর্ধেক সময় ছিলেন মাঠের বাইরে। যে লামিন ইয়ামালকে নিয়ে ক্লাসিকোর আগে সবচেয়ে বেশি স্বপ্ন বুনেছিল, তিনিই বাজেভাবে ব্যর্থ হয়েছিলেন রিয়াল মাদ্রিদের মাঠে। তবে ইনজুরি, হতাশা, ব্যক্তিগত জীবনের বিতর্ককে পাশে ফেলে আবারও পুরনো রূপে ফিরলেন ইয়ামাল। ইয়ামাল, তোরেজ, র্যাশফোর্ডের গোলে এলচেকে ৩-১ ব্যবধানে হারিয়ে লা লিগায় জয়ের ধারায় ফিরল বার্সা।
ঘরের মাঠে শুরু থেকেই ছিল বার্সার দাপট। ৯ মিনিটের মাথায় বালদের অ্যাসিস্টে বার্সাকে লিড এনে দেন ইয়ামাল। তিন মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ করেন ফেরান তোরেজ। ফিরমিন লোপেজের বাড়ানো বলে তার গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় কাতালানরা।
হাফ টাইমের ঠিক আগে এক গোল শোধ করে ম্যাচে ফেরার আভাস দিয়েছিল এলচে। রাফা মীরের গোলে ২-১ ব্যবধানে পিছিয়ে থেকে বিরতিতে যায় তারা।
দ্বিতীয়ার্ধে অবশ্য আর ম্যাচে ফেরা হয়নি এলচের। উলটো ৬১ মিনিটে র্যাশফোর্ডের গোলে দুই গোলের লিড ফিরে পায় বার্সা। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়েন তারা।
এই জয়ে ১১ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ফিরল বার্সা। সমান ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে রিয়াল।