ঢাকা: ৩ পদে ৩ কর্মকর্তা নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)। আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)
১. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (সিস্টেম);
পদসংখ্যা: ১টি;
২. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (সাইবার সিকিউরিটি অ্যান্ড নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন);
পদসংখ্যা: ১টি;
৩. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (জিআইএস অ্যান্ড রিমোট সেন্সিং);
পদসংখ্যা: ১টি;
বেতন-ভাতা (সব পদের ক্ষেত্রে): ৫১,০০০ টাকা;
প্রার্থীর বয়স (সব পদের ক্ষেত্রে): সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে;
আবেদন যেভাবে:
আগ্রহী প্রার্থীরা এই ঠিকানায় এখানে ক্লিক করে আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে পারবেন। এছাড়া, আগ্রহী প্রার্থীগণকে উল্লিখিত পদগুলোর Terms of Reference (ToR) দেখার জন্য পিকেএসএফ ওয়েবসাইট ভিজিট করার অনুরোধ করা হয়েছে।
আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ নভেম্বর ২০২৫ পর্যন্ত।