Sunday 21 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুন্সীগঞ্জে পূর্ব বিরোধের জেরে গুলি, যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ নভেম্বর ২০২৫ ১২:৫৬ | আপডেট: ৩ নভেম্বর ২০২৫ ১৪:০৯

নিহত তুহিন দেওয়ান।

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের মোল্লাকান্দিতে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের গুলিতে তুহিন দেওয়ান (২২) নামের এক যুবক নিহত হয়েছেন।

রোববার (২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চরাঞ্চল মোল্লাকান্দি ইউনিয়নের দক্ষিণ বেহেরকান্দি গ্রামে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী নিহতের চাচাতো ভাই আকাশ দেওয়ান জানান, রোববার রাতে নিহত তুহিন বাসা থেকে বাইরে হাঁটার জন্য বাইরে বের হন। এ সময় মুন্সীকান্দি প্রাথমিক বিদ্যালয়ের সামনে প্রতিপক্ষ মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির নেতা ওজির আলী ও আওলাদ গ্রুপের অনুসারী লিটন বেপারির নেতৃত্বে পেছন থেকে নিহত তুহিনকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটায় ও গুলি করে। এ সময় তুহিন গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনার সংবাদ পেয়ে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, নিহত তুহিন মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ওয়াহিদ মোল্লা ও বিএনপি নেতা আতিক মল্লিকের অনুসারী। স্থানীয় রাজনৈতিক আধিপত্য নিয়ে তাদের মধ্যে পূর্বের বিরোধ ছিল।

এ বিষয়ে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক প্রান্ত সর্দার জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। তার পিঠে ও ঘাড়ে একাধিক গুলির চিহ্ন রয়েছে।

এ বিষয়ে মুন্সীগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির জানান, কী কারণে এ ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্ত করলে বিষয়টি পরিষ্কার হবে। উত্তেজনা নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

বিশ্বে বায়ুদূষণে দ্বিতীয় ঢাকা
২১ ডিসেম্বর ২০২৫ ১২:৩০

নিয়োগ দিচ্ছে স্কয়ার ফুড
২১ ডিসেম্বর ২০২৫ ১২:০৮

আরো

সম্পর্কিত খবর