ঢাকা: বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)-এর নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন এনামুল হক খান দোলন। ২০২৫-২০২৭ মেয়াদে এবারের নির্বাচনেও প্রেসিডেন্টসহ ৩৫ পদের সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
সোমবার (৩ নভেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান নাসরিন ফাতেমা আউয়াল। এ সময় বাজুসের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
আগামী ১৫ ডিসেম্বর বর্তমান কমিটির মেয়াদ শেষ হচ্ছে। এরপরই নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করবে।
সংবাদ সম্মেলনে বোর্ড চেয়ারম্যান বলেন , ২০২৫-২০২৬ ও ২০২৬-২০২৭ এর ঘোষিত তফসিল মোতাবেক প্রেসিডেন্ট পদে ১ জন, সিনিয়র সহ-ভাইস প্রেসিডেন্ট পদে ১ জন, ভাইস প্রেসিডেন্ট পদে ৩ জন, কোষাধ্যক্ষ পদে ১ জন ও পরিচালক পদে ২৯ জন বৈধ প্রার্থীদের মধ্য থেকে কোনো প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার না করায় বাণিজ্য সংগঠন বিধিমালা-২০২৫ এর ২৪ (১) ধারা মোতাবেক বৈধ প্রার্থীর সংখ্যা নির্বাচনযোগ্য পদের সমান হওয়ায় নিম্নলিখিত ৩৫ জন প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হলো।
সংবাদ সম্মেলনে নির্বাচিত নতুন সভাপতি এনামুল হক খান দোলন বলেন, এই খাতের উন্নয়নে আমদানি সহজ করতে হবে। যাতে আমরা বৈধ পথে দেশে সোনা এনে অর্থনীতিতে অবদান রাখতে পারি। পাশাপাশি চোরাকারবারিদের নির্মূল করতে হবে। এ সময় সোনা আমদানির উপর থেকে ভ্যাট ৫ শতাংশ থেকে ১.৫ শতাংশ কমানোর দাবি জানান তিনি।