বরিশাল: ঝালকাঠিতে অতিরিক্ত মদপানে সুমন হাওলাদার (৪৫) নামে এক যুবকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।
রোববার (২ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে শহরের পুরাতন কলেজঘাট এলাকায় মারা যান তিনি।
সুমন কালিবাড়ী রোডের মৃত সুলতান হাওলাদারের ছেলে।
ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি, মদপানে তার মৃত্যু হয়েছে। হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।’
এলাকাবাসীরা জানান, মদপান করে কলেজঘাট এলাকার একটি বাসার সামনের রাস্তায় অচেতন অবস্থায় পড়ে ছিলেন সুমন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।