Monday 03 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাংবাদিক মোদাব্বেরকে বুকে জড়িয়ে ধরে দুঃখ প্রকাশ সালামের

স্টাফ করেসপন্ডেন্ট
৩ নভেম্বর ২০২৫ ১৫:২১

সাংবাদিক মোদাব্বের হোসেনকে বুকে জড়িয়ে ধরে দুঃখ প্রকাশ করেন বিএনপি নেতা আব্দুস সালাম। ছবি: সংগৃহীত

ঢাকা: অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য সিনিয়র সাংবাদিক মোদাব্বের হোসেনকে বুকে জড়িয়ে ধরে দুঃখ প্রকাশ করলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম।

সোমবার (৩ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে মোদাব্বের হোসেনকে বুকে জড়িয়ে ধরেন এবং দুঃখ প্রকাশ করেন।

তিনি বলেন, ‘আমি দুঃখ প্রকাশ করছি। ভিড়ের মধ্যে এরকম একটা ঘটনা ঘটবে। আমি উনাকে খুব ভালোবাসি। উনি সিনিয়র লোক এরকম ঘটনা ঘটানো ঠিক হয়নি। যেটা ঘটেছে তার জন্য আমি দুঃখিত।’

এ সময় সিনিয়র সাংবাদিক মোদাব্বের হোসেন বলেন, ‘এটা একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে। সালাম সাহেবের সঙ্গে আমার সম্পর্ক ভালো। উনি বিএনপি নেতা, আমার পরিবারও বিএনপি’র। আমাদের অপজিশন যারা আছে তারা এটাকে বিভিন্নভাবে কাজে লাগানোর চেষ্টা করেছে। সালাম ভাই আমাদেরই লোক। উনার সম্মান আমার সম্মান। আমি এতে মনে কিছু রাখি নাই।’

বিজ্ঞাপন