ঢাকা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রাক প্রস্তুতি সভা আয়োজন করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (৩ নভেম্বর) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা এই সংক্রান্ত চিঠি থেকে এ তথ্য জানা যায়।
জানা গেছে, এরইমধ্যে সব আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তাদের এ নির্দেশনা জানিয়ে চিঠিও দেওয়া হয়েছে।
ওই চিঠিতে বলা হয়েছে, ইসি সচিব আখতার আহমেদের সভাপতিত্বে গত ১৬ অক্টোবর অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে মাঠপর্যায়ে প্রাক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ সভা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং সিনিয়র জেলা/জেলা নির্বাচন অফিসারদের আওতাধীন কর্মকর্তাদের সমন্বয়ে অনুষ্ঠিত হবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে প্রাক-প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠানের জন্য নির্দেশ দেওয়া হলো।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী, সরকারের ৩১ মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার সঙ্গে এরইমধ্যে প্রাক প্রস্তুতি সভা করেছে ইসি। এরই ধারাবাহিকতায় ইসির মাঠ পর্যায়েও এ সভা আয়োজন করা হচ্ছে।
মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রাক প্রস্তুতি সভার নির্দেশ
স্টাফ করেসপন্ডেন্ট
৩ নভেম্বর ২০২৫ ১৫:৪৪ | আপডেট: ৩ নভেম্বর ২০২৫ ১৬:৪৭
৩ নভেম্বর ২০২৫ ১৫:৪৪ | আপডেট: ৩ নভেম্বর ২০২৫ ১৬:৪৭
সারাবাংলা/এনএল/এসডব্লিউ