Monday 03 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকায় নেদারল্যান্ডস ভিসা পরিষেবা চালু করল ভিএফএস গ্লোবাল

সিনিয়র করেসপন্ডেন্ট
৩ নভেম্বর ২০২৫ ১৬:২৭ | আপডেট: ৩ নভেম্বর ২০২৫ ১৭:২২

-ছবি : সংগৃহীত

ঢাকা: বাংলাদেশে নেদারল্যান্ডস দূতাবাস এবং ভিএফএস গ্লোবালের যৌথ উদ্যোগে ঢাকার বনানীতে নেদারল্যান্ডসের ভিসা আবেদনের জন্য কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। এ কেন্দ্রটি বাংলাদেশের আবেদনকারীদের জন্য ভিসা আবেদনের ক্ষেত্রে উন্নত, সহজ ও কার্যকর অভিজ্ঞতা প্রদান করবে।

সোমবার (০৩ নভেম্বর) ভিএফএস গ্লোবালের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়ে, রোববার (২ নভেম্বর) নেদারল্যান্ডসের নতুন ভিসা আবেদন কেন্দ্রের উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল।

উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল বলেন, ‘বাংলাদেশ নেদারল্যান্ডসের জন্য একটি গুরুত্বপূর্ণ অংশীদার, যেখানে মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ, ব্যবসা এবং শিক্ষা বিনিময় ক্রমশ বাড়ছে। ঢাকাস্থ নেদারল্যান্ডস ভিসা কেন্দ্রের উদ্বোধন এই সম্পর্ককে আরও মজবুত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি ভ্রমণকারীদের জন্য আরও আধুনিক, কার্যকর এবং সুবিধাজনক ভিসা আবেদন নিশ্চিত করবে। এই উদ্যোগ আমাদের দুই দেশের মধ্যে আরও ঘনিষ্ঠ সম্পর্ক ও সহজ চলাচল নিশ্চিত করার ক্ষেত্রে প্রতিশ্রুতির প্রতিফলন।

বিজ্ঞাপন

ভিএফএস গ্লোবাল জানিয়েছে, ‘বাংলাদেশে নেদারল্যান্ডস ভিসা আবেদন কেন্দ্র উদ্বোধন, ভ্রমণ সুবিধা বাড়ানো এবং দুই দেশের দীর্ঘস্থায়ী সম্পর্ককে আরও সুদৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ঢাকায় এই আধুনিক ও সুসজ্জিত কেন্দ্রের মাধ্যমে নেদারল্যান্ডস সরকারের সঙ্গে আমাদের অংশীদারিত্ব সম্প্রসারিত হচ্ছে। এই কেন্দ্র আবেদনকারীদের জন্য আরও নিরবচ্ছিন্ন ও উন্নত অভিজ্ঞতা প্রদান করবে, যা আমাদের সেবা উৎকর্ষতা ও সুবিধা প্রদানের প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে।’

আবেদনকারীরা বিভিন্ন ঐচ্ছিক অতিরিক্ত পরিষেবা যেমন- এসএমএস বার্তা, কুরিয়ার, ফরম পূরণ ইত্যাদি সুবিধাদি গ্রহণ করতে পারবেন। তবে মনে রাখা জরুরি যে, এই অতিরিক্ত পরিষেবা গ্রহণ ভিসা আবেদনের সময়সীমা বা সিদ্ধান্তে কোনো প্রভাব ফেলবে না।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভিএফএস গ্লোবালের ভূমিকা কেবলমাত্র সম্মুখভাগের প্রশাসনিক কাজের মধ্যেই সীমাবদ্ধ। যেমন- আবেদন ফরম সংগ্রহ, চেকলিস্ট অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র যাচাই, এবং বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করা। ভিএফএস গ্লোবালের ভিসা অনুমোদন বা প্রত্যাখ্যানের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় কোনো ভূমিকা নেই। ভিসা অনুমোদন বা প্রত্যাখ্যানের সিদ্ধান্ত সম্পূর্ণভাবে শেনজেন সমন্বিত ব্যবস্থার আওতায় হেগে অবস্থিত নেদারল্যান্ডসের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একক এখতিয়ারভুক্ত।

উল্লেখ্য, ভিএফএস গ্লোবাল ২০০৬ সাল থেকে নেদারল্যান্ডস সরকারের একটি বিশ্বস্ত অংশীদার হিসেবে ভিসা প্রক্রিয়াকরণ সেবা প্রদান করে আসছে। বর্তমানে প্রতিষ্ঠানটি ৫২টি দেশে ১০৭টি ডেডিকেটেড ভিসা আবেদন কেন্দ্রের মাধ্যমে নেদারল্যান্ডসের ভিসা সেবা প্রদান করছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর