Monday 03 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কনুইকাণ্ড
সেই সাংবাদিককে বুকে টেনে নিলেন বিএনপি নেতা সালাম

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ নভেম্বর ২০২৫ ১৭:৪৪ | আপডেট: ৩ নভেম্বর ২০২৫ ১৯:১৪

সাংবাদিক মোদাব্বের হোসেনকে বুকে জড়িয়ে ধরে দুঃখ প্রকাশ করেন বিএনপি নেতা আব্দুস সালাম। ছবি: সংগৃহীত

ঢাকা: কনুই দিয়ে ধাক্কা দেওয়ার ঘটনায় সমালোচনার মুখে পড়া বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম সাংবাদিক মোদাব্বের হোসেনকে বুকে টেনে নিলেন।

সোমবার (৩ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের নিচতলায় কয়েকজন সাংবাদিকের উপস্থিতিতে এই সৌজন্যতা দেখান তিনি। এর আগে সামাজিক মাধ্যমে কনুই দিয়ে আঘাত করার ভিডিও ছড়িয়ে পড়ার পর তিনি প্রথমে ফোনে দুঃখ প্রকাশ করেন।

শনিবার (১ নভেম্বর) জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের এক অনুষ্ঠানের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গাড়িতে ওঠার সময় পাশে দাঁড়িয়ে থাকা বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র সাংবাদিক ও বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোদাব্বের হোসেনকে কনুই দিয়ে ধাক্কা দেন আবদুস সালাম।

বিজ্ঞাপন

সাংবাদিককে কনুই দিয়ে আঘাত দেওয়ার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর মুহূর্তের মধ্যেই তা ভাইরাল হয়।

রোববার (২ নভেম্বর) ভিডিওটি ফেসবুকে ভাইরাল হলে বিষয়টি নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা। অনেকেই মন্তব্য করছেন, একজন মুক্তিযোদ্ধা ও সিনিয়র নেতার কাছ থেকে এমন আচরণ শোভনীয় নয়।

এ ঘটনার জন্য আবদুস সালাম তাৎক্ষণিকভাবে দুঃখ প্রকাশ করেছিলেন বলে জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি বলেন, ‘সামাজিক মাধ্যমে বিষয়টা আসার পর আব্দুস সালাম বাংলাদেশ প্রতিদিন পত্রিকার নিউজ এডিটর মোদাব্বির ভাইয়ের সঙ্গে কথা বলেছেন ও দুঃখ প্রকাশ করেছেন। আমি নিজেও মোদাব্বির ভাইয়ের সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে বলেছেন এত মানুষের ভিড়ে এরকম পরিস্থিতি হয়েছে।’

তিনি আরও বলেন, ‘সালাম ভাই সিনিয়র সাংবাদিক ভাইকে বলেছেন তিনি এ রকম পরিস্থিতির জন্য দুঃখিত। বিষয়টি ক্ষমা দৃষ্টিতে দেখার অনুরোধ করেছেন। জবাবে মোদাব্বির ভাই উনাকে বলেছেন, আপনারা সিনিয়র নেতৃবৃন্দ এ ধরনের গুরুত্বপূর্ণ কর্মসূচিতে আরও সতর্ক থাকার চেষ্টা করবেন।’

সারাবাংলা/এমএমএইচ/পিটিএম