Monday 03 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জোটবদ্ধ নির্বাচনে প্রতীক নির্ধারণে স্বাধীনতা চায় ১২ দলীয় জোট

স্টাফ করেসপন্ডেন্ট
৩ নভেম্বর ২০২৫ ১৭:২১ | আপডেট: ৩ নভেম্বর ২০২৫ ১৮:০১

১২ দলীয় জোট। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: ‎আরপিও সংশোধনের মাধ্যমে জোটবদ্ধ দলগুলোকে নিজ নিজ প্রতীকে নির্বাচনে অংশ নেওয়ার বাধ্যবাধকতা আরোপের প্রস্তাবের বিরোধিতা করেছে ১২ দলীয় জোট। তারা বলছে, এই পরিবর্তন রাজনৈতিক দলগুলোর গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন করবে।

সোমবার (৩ নভেম্বর) জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিব আহসান হাবীব লিবসন লিখিত দাবিটি ১২ দলের পক্ষে সিইসির দফেতরে জমা দেন।

‎চিঠিতে চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘আরপিও সংশোধনীর অনুচ্ছেদ-২০-এ জোটগত নির্বাচন বিষয়ে বলা হয়েছে, জোট মনোনীত প্রার্থী হলেও তাকে নিজের দলের প্রতীকে নির্বাচন করতে হবে। আমরা এ পরিবর্তনের তীব্র বিরোধিতা করছি। অতীতে জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দল জোটবদ্ধ হয়ে নিজেদের বা জোটের অন্য কোনো দলের প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়েছে। এটা রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার। এই প্রক্রিয়ায় নির্বাচন অনুষ্ঠানে এর আগে কোনো সমস্যা হয়নি। দীর্ঘদিন ধরে প্রচলিত এই প্রক্রিয়া পরিবর্তনের কোনো দাবি ছিল না। এ বিষয়ে সরকারের উচ্চপর্যায়ের সঙ্গে আলোচনাকালে আরপিওর ২০ নম্বর অনুচ্ছেদে কোনো পরিবর্তন আনা হবে না বলে বিএনপিসহ আমাদেরকে আশ্বস্ত করা হয়েছিল। কিন্তু হঠাৎ করেই পত্রিকায় খবর এলো যে জোট করলেও দলীয় প্রতীকে ভোট করতে হবে।’

‎‘তাছাড়া নির্বাচনের প্রধান অংশীজন অর্থাৎ রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো আনুষ্ঠানিক আলোচনা ছাড়াই এমন একটি বড় সিদ্ধান্ত গ্রহণ অনভিপ্রেত এবং আমাদের কাছে অগ্রহণযোগ্য।’ ১২ দলীয় জোট মনে করে, ‘আরপিওর এই সংশোধনী রাজনৈতিক দলগুলোর গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন করেছে। জোটবদ্ধ হয়ে রাজনীতি করা কিংবা নির্বাচন করার অধিকার থাকলে রাজনৈতিক দলগুলোর ইচ্ছে অনুযায়ী নিজ দল কিংবা জোটের যেকোনো দলের প্রতীক নিয়ে নির্বাচন করাও গণতান্ত্রিক অধিকার। সে অধিকার ক্ষুণ্ন করার কোনো সুযোগ আছে বলে ১২ দলীয় জোট মনে করে না। তাই আমরা আরপিওতে ২০ অনুচ্ছেদের পূর্বের বিধান বহাল রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বিশেষ ভাবে অনুরোধ করছি।’

বিজ্ঞাপন

১২ দলীয় জোটের মধ্যে রয়েছ- জাতীয় পার্টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, জাতীয় দল, বাংলাদেশ জমিয়াতে উলামায়ে ইসলাম, বিকল্পধারা বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ কল্যাণ পার্টি, নয়া গণতান্ত্রিক পার্টি, ইসলামীক পার্টি, প্রগতিশীল জাতীয়তাবাদী দল ও ইউনাইটেড লিবারেল পার্টি।

‎এর আগে বিএনপিও এই দাবি জানিয়েছে সিইসির কাছে।

‎সারাবাংলা/এনএল/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর