Monday 03 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাবনা-৫ আসনের বিএনপির নেতাদের মতবিনিময় সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ নভেম্বর ২০২৫ ১৭:৩০

বিএনপির নেতাদের মতবিনিময় সভা। ছবি: সারাবাংলা

পাবনা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পাবনা-৫ আসনের বিএনপি নেতাদের মধ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ নভেম্বর) দুপুরে জেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে স্থানীয় একটি রেস্টুরেন্টের সেমিনার হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদন্নবী স্বপনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আবু ওবায়দা শেখ তুহিন, সাবেক সভাপতি অ্যাডভোকেট মীর্জা আজিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাজাহান আলী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সেলিম আহমেদ, হারুন অর রশীদ, মমতাজ উদ্দিন মুন্তাজ, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব সাইফুল ইসলাম বাদশা, শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল গফুর, জেলা কৃষকদলের সভাপতি আবুল হাশেম, সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাচ্চু প্রমুখ।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ধানের শীষের মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে। দলের মধ্যে কোনো হিংসা-বিদ্বেষ করা চলবে না। সাধারণ মানুষের ভোট প্রয়োগের মাধ্যমে বিএনপি সরকার গঠন করবে। বিএনপি সাধারণ মানুষের কল্যাণ ও রাষ্ট্র উন্নয়নের কাজ করবে এবং সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর