Monday 03 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মঙ্গলবার দেশে ফিরবেন জামায়াতের আমির

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ নভেম্বর ২০২৫ ১৭:৩৭ | আপডেট: ৩ নভেম্বর ২০২৫ ১৯:১৪

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ফাইল ছবি

ঢাকা: উমরাহ, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর শেষে মঙ্গলবার (৪ নভেম্বর) দেশে ফিরবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

দলের প্রচার সেক্রেটারি মতিউর রহমান আকন্দ এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সৌদি আরবে পবিত্র উমরা পালন এবং যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর শেষে মঙ্গলবার (৪ নভেম্বর) ভোর ৫টা ৩০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের ভিআইপি লাউঞ্জ-এ অবতরণ করবেন। এ সময় সংগঠনের পক্ষ থেকে তাকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানানো হবে।

এদিকে ডা. শফিকুর রহমান বিদেশে অবস্থান করার সময় দলের অভ্যন্তরীণ নির্বাচন পরিদালনা কমিটি ডা. শফিকুর রহমানকে তৃতীয় মেয়াদের জন্য দলের আমির ঘোষণা করেছে। তিনি ২০২৬ থেকে ২০২৮ সালের নভেম্বর মাস পর্যন্ত এ দায়িত্ব পালন করবেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর