Monday 03 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘তারুণ্যের চোখে ডোমার’ আয়োজন উপলক্ষে সংবাদ সম্মেলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ নভেম্বর ২০২৫ ১৭:৫৫

ডোমার জেলা পরিষদ ডাকবাংলোয় ‘স্বপ্নযাত্রা ফাউন্ডেশন’-এর উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ছবি: সারাবাংলা

নীলফামারী: নীলফামারীর ডোমারে কৃতি সন্তানদের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের সেতুবন্ধন তৈরির লক্ষ্য নিয়ে তরুণদের উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে ‘তারুণ্যের চোখে ডোমার’ শীর্ষক অনুষ্ঠান। এ উপলক্ষে আগামী ৮ নভেম্বরের অনুষ্ঠানের সফল আয়োজন নিশ্চিত করতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

রোববার (৩ নভেম্বর) সকাল ১১টায় ডোমার জেলা পরিষদ ডাকবাংলোয় ‘স্বপ্নযাত্রা ফাউন্ডেশন’-এর উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন ফাউন্ডেশনের প্রধান নির্বাহী পরিচালক মো. সিহাব প্রধান এবং নির্বাহী পরিচালক মো. রেদোয়ানুল আমিন রিফাত।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপ-নির্বাহী পরিচালক মো. সাগর ইসলাম, সদস্য মোছা. নওশিন প্রাপ্তি এবং সাধারণ শিক্ষার্থী মো. মোসাব্বের হোসেন সালাফী।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে মো. সিহাব প্রধান বলেন, ‘ডোমারের সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে এলাকার কৃতি সন্তানদের মুখোমুখি করে তাদের অভিজ্ঞতা বিনিময়ের মধ্য দিয়ে তরুণদের অনুপ্রেরণা জোগানোই এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। একই সঙ্গে এলাকার সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন নিয়ে আলোচনা হবে এ আয়োজনের অন্যতম লক্ষ্য।’

তিনি আরও জানান, আগামী ৮ই নভেম্বর ডোমার হাইস্কুল মাঠে অনুষ্ঠিতব্য এই অনুষ্ঠানে শুধুমাত্র পূর্বনির্ধারিত রেজিস্ট্রেশন সম্পন্ন শিক্ষার্থীরাই অংশ নিতে পারবেন। সংবাদ সম্মেলন অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর