Monday 03 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নড়াইলে হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ নভেম্বর ২০২৫ ১৮:৩৩

কারাদণ্ডপ্রাপ্ত আরাফত শেখ।

নড়াইল: নড়াইলের মাসুম ফকির (৩৫) হত্যা মামলায় প্রেমিকা আশা বেগম (৩০) ও আরাফত শেখ (৩২) নামে দু’জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা এবং রোমান ভূঁইয়া (৩৩) নামে এক ব্যক্তিকে সাত বছরের কারাদণ্ড ও অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম করাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া আসামি শাবানা খাতুনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শারমিন নিগার এ রায় ঘোষণা করেন।

নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এস এম আব্দুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। মোট ২২ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক এ রায় প্রদান করেন।

বিজ্ঞাপন

রায় ঘোষণার সময় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আশা বেগম ও আরাফত শেখ আদালতের কাঠগড়ায় অনুপস্থিত ছিলেন। অপর আসামি রোমান ভূঁইয়া এ সময় আদালতে উপস্থিত ছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সদর উপজেলার নাকশী গ্রামের মৃত তোকাম ফকিরের ছেলে মাসুম ফকির ২০১৬ সালের ৮ ডিসেম্বর রাতে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুজি করে তার সন্ধান পাননি। ঘটনার ৫ দিন পর ১৩ ডিসেম্বর লোহাগড়া উপজেলার জালালশি গ্রামের তপন বিশ্বাসের বাড়ির সন্নিকট নবগঙ্গা নদীর উত্তর পাড়ের চর থেকে পুলিশ মাসুমের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এ ঘটনায় নিহতের ছোট ভাই শহিদুল ফকির বাদী হয়ে নিহত মাসুম ফকিরের প্রেমিকা আশা বেগম কে আসামি করে ১৫ ডিসেম্বর নড়াইল সদর থানায় মামলা দায়ের করেন। মামলায় দুই নারীসহ চারজন কে আসামি করে পুলিশ আদালতে চার্জশিট দাখিল করা হয়।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর