Monday 03 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আগামী মার্চে বিশ্ব ইজতেমা

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ নভেম্বর ২০২৫ ১৯:০৭ | আপডেট: ৩ নভেম্বর ২০২৫ ২১:৩২

তুরাগ তীরে বিশ্ব ইজতেমার আসর। ছবি: সারাবাংলা

ঢাকা: ২০২৬ সালের বিশ্ব ইজতেমা আগামী বছরের জানুয়ারির পরিবর্তে মার্চ মাসে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তাবলিগ জামাতের শুরায়ে নেজামের নেতা মুফতি কেফায়াতুল্লাহ আজহারী।

সোমবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে তাবলিগ জামাত বাংলাদেশ (শুরায়ে নেজাম) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

মুফতি কেফায়াতুল্লাহ আজহারী বলেন, ‘সরকারের প্রস্তাবে রাজি হয়ে মার্চে এবারের বিশ্ব ইজতেমা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

গতকাল রোববার (২ নভেম্বর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, ‘তাবলিগ জামাতের দুই পক্ষের সঙ্গে আলোচনা করে নির্বাচনের পর বিশ্ব ইজতেমা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচনের আমেজ শুরু হয়েছে। এ সময় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী ভোটের কাজে ব্যস্ত থাকবে। তাই নির্বাচনের পর ইজতেমা আয়োজনের বিষয়ে দুই পক্ষই সম্মতি দিয়েছে। নির্বাচনের দিকেই আমরা যাচ্ছি। সুষ্ঠু ও অবাধ ভোটের প্রস্তুতি নিচ্ছে সরকার। আপাতত নির্বাচন পেছানোর কোনো লক্ষণ বা পরিকল্পনা নেই। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে।’

বিজ্ঞাপন

দলগুলোর সঙ্গে বড় ধরনের কোনো ভুল-বোঝাবুঝি হয়নি বলেও ব্রিফিংয়ে উল্লেখ করেন তিনি।

সারাবাংলা/ইউজে/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর