Monday 03 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুরের ৬টি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ নভেম্বর ২০২৫ ২১:২৩ | আপডেট: ৩ নভেম্বর ২০২৫ ২৩:৩৬

রংপুরে মনোনয়নপ্রাপ্ত বিএনপি নেতারা। ছবি: সংগৃহীত

রংপুর: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুরের ছয়টি সংসদীয় আসন পুনরুদ্ধারে বিএনপি ঘোষণা করেছে স্থানীয় ছয় নেতার নাম।

সোমবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে ৫টায় গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭ আসনের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করেন।

এ তালিকায় রংপুরের সবকটি আসনেই ধানের শীষের টিকিট পেয়েছেন সাংগঠনিকভাবে শক্তিশালী নেতারা।

রংপুর-১ (গঙ্গাচড়া ও সিটি করপোরেশনের ১-৮ নং ওয়ার্ড) মনোনয়ন পেয়েছেন মোকাররম হোসেন সুজন। তিনি তিনবারের ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ সদস্য। ১৯৭৯ সালে বিএনপির মশিউর রহমান যাদু এ আসনে জয়ী হন। পরে উপনির্বাচনে তার ছেলে শফিকুল গনি স্বপন এমপি নির্বাচিত হন। সুজন বলেন, ‘ষড়যন্ত্রমুক্ত নির্বাচনে ধানের শীষের জয় শতভাগ নিশ্চিত।’

বিজ্ঞাপন

রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ আলী সরকার। তিনি ২০০১ সালে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে এমপি নির্বাচিত; ২০০৮ সালে স্বতন্ত্র প্রার্থী হন, পরে বিএনপিতে যোগ দেন। ১৯৭৯ সালে বিএনপির মোহম্মদ ইলিয়াছ এ আসনে জয়ী হন।

রংপুর-৩ (সিটি করপোরেশন ৯-৩৩ নং ওয়ার্ড ও সদরের ৫ ইউনিয়ন) মনোনয়ন পেয়েছেন সামসুজ্জামান সামু। তিনি মহানগর বিএনপির আহ্বায়ক। ১৯৭৯ সালে অ্যাডভোকেট রেজাউল হক সরকার রানা এ আসনে বিএনপির একমাত্র জয় এনে দেন। সামু বলেন, ‘রংপুরে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা পাবে।’

রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) মনোনয়ন পেয়েছেন এমদাদুল হক ভরসা। তিনি কাউনিয়া উপজেলা বিএনপির সভাপতি ও শিল্পপতি। ১৯৭৯ সালে তার পিতা রহিম উদ্দিন ভরসা এ আসনে জয়ী হন। ভরসা বলেন, ‘দীর্ঘদিন উন্নয়নবঞ্চিত এলাকা; সুষ্ঠু ভোট হলে আসন পুনরুদ্ধার হবে।’

রংপুর-৫ (মিঠাপুকুর) মনোনয়ন পেয়েছেন অধ্যাপক গোলাম রব্বানী উপজেলা বিএনপির সভাপতি। জামায়াত অধ্যুষিত এলাকায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। রব্বানী বলেন, ‘ভোটাধিকার ফিরিয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করব।’

রংপুর-৬ (পীরগঞ্জ) মনোনয়ন পেয়েছেন সাইফুল ইসলাম। তিনি জেলা বিএনপির আহ্বায়ক। ১৯৭৯ সালে মতিয়ার রহমান চৌধুরী এ আসনে জয়ী হন। সাইফুল বলেন, ‘ভোটাররা সুযোগ পেলে ধানের শীষই জয়ী হবে।’ বিএনপি নেতারা দাবি করছেন, সুষ্ঠু নির্বাচন হলে রংপুরে ‘ধানের শীষের ঝড়’ উঠবে।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর