ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানী ঢাকার একটি গুরুত্বপূর্ণ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সমন্বয়ক সানজিদা ইসলাম (তুলি)। মিরপুর, শাহ আলী ও দারুস সালাম এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৪ আসনে তাকে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি।
সোমবার (৩ নভেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭টি আসনে দলের প্রার্থীদের নাম ঘোষণা করেন। সেখানেই সানজিদা ইসলামের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।
সানজিদা ইসলামের রাজনীতিতে আসার পেছনে আছে এক গভীর ব্যক্তিগত বেদনা। তার ভাই সাজেদুল ইসলাম সুমন ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। অভিযোগ অনুযায়ী, ২০১৩ সালের ৪ ডিসেম্বর রাতে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে তুলে নিয়ে যায় র্যাবের একটি দল। সেই থেকে সুমন নিখোঁজ, আর তার পরিবারের সংগ্রাম শুরু হয় প্রিয়জনের খোঁজে।
সেই সময় থেকেই সানজিদা ইসলাম গুম হওয়া ব্যক্তিদের পরিবারগুলোকে একত্র করে গড়ে তোলেন ‘মায়ের ডাক’, যা এখন গুমবিরোধী আন্দোলনের প্রতীকী সংগঠনে পরিণত হয়েছে। তিনিই এবার ঢাকা ১৪ আসনে প্রার্থী হয়ে লড়বেন।
প্রার্থী তালিকা ঘোষণার সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা চাই মানুষ যাদের কণ্ঠরোধ করা হয়েছে, নিখোঁজ পরিবারগুলো যাদের ন্যায়বিচার পায়নি তাদের কণ্ঠও যেন সংসদে প্রতিধ্বনিত হয়।’