Monday 03 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ী-১ আসনে বিএনপির মনোনয়ন পেলেন আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ নভেম্বর ২০২৫ ২১:৪৩

আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। ছবি: সংগৃহীত

রাজবাড়ী: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ী-১ আসনের (রাজবাড়ী সদর ও গোয়ালন্দ) বিএনপির প্রার্থী ঘোষণা করা হয়েছে। রাজবাড়ী-২ আসন (কালুখালী, পাংশা, বালিয়াকান্দী) পরে ঘোষণা করা হবে বলে জানা গেছে।

সোমবার (৩ নভেম্বর) গুলশান বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে ঘোষণায় জানা যায়- রাজবাড়ী-১ আসনে প্রার্থী হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের নাম ঘোষণা করেন।

বিজ্ঞাপন

বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে চারদলীয় জোটের প্রার্থী হিসাবে বিজয়ী হয়েছিলেন। তার আগে তিনি রাজবাড়ী পৌরসভার তিনবারের নির্বাচিত মেয়র ছিলেন। তিনি ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হয়। ২০১৮ সালের ভোট কারচুপির অভিযোগে সংবাদ সম্মেলন করে ভোট বর্জন করেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে মাঠে কাজ করে যাচ্ছে তিনি। ইউনিয়ন ও পৌরসভার নেতাদের সঙ্গে নিয়মিত সভা করে দিকনির্দেশনা দিচ্ছেন এবং বিভিন্ন পেশাজীবী ও শ্রেণি-পেশার লোকদের সঙ্গে মতবিনিময় করছেন।