বরিশাল: বরিশাল জেলার ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। এ ছাড়া বরিশাল-৩ আসনে (বাবুগঞ্জ ও মুলাদি) কারও নাম ঘোষণা করা হয়নি।
সোমবার (৩ নভেম্বর) বিকালে গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ২৩৭ আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঘোষিত প্রার্থীর মধ্যে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য জহির উদ্দিন স্বপন, বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সরফুদ্দিন আহমেদ সান্টু, বরিশাল-৪ (হিজলা মেহেন্দিগঞ্জ) আসনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজিব আহসান, বরিশাল-৫ (সদর উপজেলা ও সিটি করপোরেশন) আসনে সাবেক সংসদ সদস্য বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার এবং বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল জেলা দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান।
বরিশাল-৩ (বাবুগঞ্জ ও মুলাদি) আসনে বিএনপির কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। ওই আসনের মনোনয়ন প্রত্যাশী বিএনপির হেভিওয়েট নেতা স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী বেগম সেলিমা রহমান ও ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি জয়নুল আবেদীন রয়েছেন। এ ছাড়া বিএনপির মিত্র দল আমার বাংলাদেশ পার্টির (এবিপি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ওই আসনের প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছে অনেক আগেই। ফলে আসনটি তার জন্যও ছেড়ে দেওয়া হতে পারে বলে বিএনপির শীর্ষ নেতারা জানিয়েছে।
প্রার্থীদের নাম ঘোষণা শেষে বিএনপির মাহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যেসব আসনের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি সে আসনের বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে যেসব দল ছিল তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
বরিশালের ৫ আসনের বিএনপির প্রার্থী হলেন যারা
 
                                                                            ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ নভেম্বর ২০২৫ ২২:৪৮ | আপডেট: ৩ নভেম্বর ২০২৫ ২২:৫০
                                ৩ নভেম্বর ২০২৫ ২২:৪৮ | আপডেট: ৩ নভেম্বর ২০২৫ ২২:৫০