কুষ্টিয়া: কুষ্টিয়া-৩ (সদর) আসনে বিএনপি’র মনোনয়ন বঞ্চিত স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দিনের সমর্থকরা বিক্ষোভ করেছেন।
সোমবার (৩ নভেম্বর) রাত ৯টার দিকে তারা কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের মজমপুর গেটে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মনোনয়ন না পাওয়ার খবরে শতাধিক নেতাকর্মী সোহরাব উদ্দিনের সমর্থনে বিক্ষোভ মিছিল নিয়ে মজমপুর গেটে অবস্থান নেন। এ সময় তারা “সোহরাব উদ্দিনকে চাই”, “দলীয় মনোনয়ন ফিরিয়ে দাও”—এমন বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, অধ্যক্ষ সোহরাব উদ্দিন কুষ্টিয়া-৩ আসনের তিনবারের সংসদ সদস্য এবং দীর্ঘদিন জেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। দলীয় ত্যাগ ও যোগ্যতার পরও তাকে মনোনয়ন না দেওয়া অন্যায়ের শামিল বলে তারা দাবি করেন।
তারা অবিলম্বে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে অধ্যক্ষ সোহরাব উদ্দিনকে পুনরায় মনোনয়ন দেওয়ার আহ্বান জানান।