Tuesday 04 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়া-৩ আসনে সোহরাব উদ্দিনের মনোনয়ন বঞ্চিত, সমর্থকদের বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ নভেম্বর ২০২৫ ০৯:০০

কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের মজমপুর গেটে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন সোহরাব উদ্দিনের সমর্থকরা।

কুষ্টিয়া: কুষ্টিয়া-৩ (সদর) আসনে বিএনপি’র মনোনয়ন বঞ্চিত স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দিনের সমর্থকরা বিক্ষোভ করেছেন।

সোমবার (৩ নভেম্বর) রাত ৯টার দিকে তারা কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের মজমপুর গেটে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মনোনয়ন না পাওয়ার খবরে শতাধিক নেতাকর্মী সোহরাব উদ্দিনের সমর্থনে বিক্ষোভ মিছিল নিয়ে মজমপুর গেটে অবস্থান নেন। এ সময় তারা “সোহরাব উদ্দিনকে চাই”, “দলীয় মনোনয়ন ফিরিয়ে দাও”—এমন বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, অধ্যক্ষ সোহরাব উদ্দিন কুষ্টিয়া-৩ আসনের তিনবারের সংসদ সদস্য এবং দীর্ঘদিন জেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। দলীয় ত্যাগ ও যোগ্যতার পরও তাকে মনোনয়ন না দেওয়া অন্যায়ের শামিল বলে তারা দাবি করেন।

বিজ্ঞাপন

তারা অবিলম্বে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে অধ্যক্ষ সোহরাব উদ্দিনকে পুনরায় মনোনয়ন দেওয়ার আহ্বান জানান।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর