Tuesday 04 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দিনাজপুর-৬ আসনে জাহিদ হোসেনের মনোনয়নে নেতাকর্মীদের আনন্দ মিছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ নভেম্বর ২০২৫ ০৯:২৪

নেতাকর্মীদের আনন্দ মিছিল।

দিনাজপুর: আগামী জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ হাকিমপুর, ঘোড়াঘাট, বিরামপুর, নবাবগঞ্জ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন প্রার্থী নির্বাচিত হওয়ার খবর পেয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল করেছেন বিএনপিসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সোমবার (৩ নভেম্বর) রাতে দিনাজপুর-৬ কাঙ্ক্ষিত ব্যক্তি দলীয় প্রার্থী মনোনীত হওয়ায় হাকিমপুর উপজেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয় থেকে একটি আনন্দ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। মিছিলে উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

মিছিলে নেতাকর্মীরা এই আসনে কাঙ্ক্ষিত ব্যক্তি অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন কে প্রার্থী মনোনীত করায় দলীয় চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এর ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বিভিন্ন শ্লোগান দেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন শিল্পী, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হক, উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক এসএম বিপুল, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন উপজেলা যুবদলের সদস্য সচিব এনামুল হক তাজ, পৌর যুবদলের আহবায়ক মাজারুল ইসলাম রাজ, সদস্য সচিব আলী মুর্তজা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আনোয়ার হোসেন, সদস্য সচিব সোহাগ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলী হোসেন, সদস্য সচিব সোহাগ হোসেন সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মিছিল শেষে আনন্দ র‌্যালিতে অংশ গ্রহণকারীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

স্থানীয় নেতাকর্মীরা বলেন, ‘কাঙ্ক্ষিত ও যোগ্য ব্যক্তি আমাদের আসনে দলের মনোনয়ন নিশ্চিত হওয়ায় কর্মী-সমর্থকদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। এরইমধ্যে, কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক ওয়ার্ড, ইউনিয়ন, পৌর ও উপজেলা পর্যায়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় ও দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র কাঠামো বাস্তবায়নের লক্ষ্য লিফলেট বিতরণ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। তাই আমরা আশাবাদী আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে এই আসনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ!’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর