Tuesday 04 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অর্থবছর ২০২৪-২৫
৮০ শতাংশ বাজেট বাস্তবায়ন, এডিপি ৫৪ শতাংশ

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ নভেম্বর ২০২৫ ১৫:৫৫ | আপডেট: ৪ নভেম্বর ২০২৫ ১৬:৪১

প্রতীকী ছবি : সারাবাংলা

ঢাকা: সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে বাজেট বাস্তবায়ন হার বেড়েছে। আলোচ্য বছরে বাজেট মূল বাজেটের ৮০ শতাংশ এবং সংশোধিত বাজেটের ৮৫ শতাংশ বাস্তবায়িত হয়েছে। এর আগের অর্থবছরে (২০২৩-২৪) সংশোধিত বাজেট বাস্তবায়নের হার ছিল ৮০ শতাংশ। এদিকে সমাপ্ত অর্থবছরের ৯ মাসে (জুলাই ২০২৪-মার্চ ২০২৫) বাজেট বাস্তবায়ন হার ছিল মূল বাজেটের ৪৯ শতাংশ এবং সংশোধিত বাজেটের ৫২ শতাংশ। সে হিসাবে সমাপ্ত অর্থবছরের শেষ প্রান্তিকে (এপ্রিল-জুন ২০২৫) সংশোধিত বাজেটের ২৮ শতাংশ বাস্তবায়িত হয়েছে।

অতি সম্প্রতি সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরে বাজেট বাস্তবায়নের চূড়ান্ত হিসাব সম্পন্ন করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ।

বিজ্ঞাপন

প্রসঙ্গত: সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরের মূল বাজেটের আকার ছিল ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা। সংশোধিত বাজেটে এর আকার ৭ লাখ ৪৪ হাজার কোটি টাকা প্রাক্কলন করা হয়। এর বিপরীতে মোট ব্যয় হয়েছে ৬ লাখ ৩৩ হাজার ৩১৪ কোটি টাকা। এর আগের অর্থবছরে (২০২৩-২৪) মোট ব্যয়ের পরিমাণ ছিল ৬ লাখ ১১ হাজার ৩৫৮ কোটি টাকা। সে হিসাবে গত অর্থবছরে (২০২৪-২৫) মাত্র ২২ হাজার কোটি টাকা ব্যয় বেড়েছে।

অর্থ বিভাগের হিসাব মতে, ২০২৪-২৫ অর্থবছরের তৃতীয় প্রান্তিক (জুলাই ২০২৪-মার্চ ২০২৫) শেষে মোট ব্যয়ের পরিমাণ ছিল ৩ লাখ ৮৬ হাজার ৭১৮ কোটি টাকা। সে হিসাবে সর্বশেষ প্রান্তিকে (এপ্রিল-জুন ২০২৫) ব্যয় হয়েছে ২ লাখ ৪৬ হাজার ৫৯৬ কোটি টাকা।

অর্থ বিভাগ-এর মতে, অর্থবছরের শুরুর দিকে বাজেট বাস্তবায়নে এক ধরনের ঢিলেঢালা ভাব থাকে। কিন্তু অর্থবছরের শেষ দিকে ব্যয়ের পরিমাণ বেড়ে যায়। অতীতের মত চলমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও এর ব্যতিক্রম হয়নি। অর্থবছরের শেষ দিকে ব্যয়ের হিড়িক পড়ায় সরকারি ব্যয়ের গুণগত মান এবং বাজেটের শৃঙ্খলা রক্ষিত হয় না- বলে মনে করেন অর্থ বিভাগ-এর কর্মকর্তারা।

অর্থ বিভাগ-এর হিসাব মতে, গত ২০২৪-২৫ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর আওতাধীন মোট রাজস্ব আদায় হয়েছে ৩ লাখ ৬৮ হাজার ৬৮২ কোটি টাকা। আলোচ্য অর্থবছরের মূল বাজেটে ও সংশোধিত বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল যথাক্রমে ৪ লাখ ৮০ হাজার কোটি টাকা এবং ৪ লাখ ৬৩ হাজার কোটি টাকা। সে হিসাবে রাজস্ব ঘাটতি দাঁড়িয়েছে মূল বাজেটের তুলনায় ১ লাখ ১১ হাজার ৩১৮ কোটি টাকা এবং সংশোধিত বাজেটের তুলনায় ৯৪ হাজার ৮১৮ কোটি টাকা। গত ২০২৩-২৪ অর্থবছরে এনবিআর)-এর আওতাধীন মোট রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ৩ লাখ ৬১ হাজার ২৯৬ কোটি টাকা।

অর্থ বিভাগ-এর হিসাব মতে, গত ২০২৪-২৫ অর্থবছরে বাজেট ঘাটতি লক্ষ্যমাত্রার তুলনায় কম হয়েছে। মূল বাজেটে সার্বিক ঘাটতি ধরা হয়েছিল ২ লাখ ৫৬ হাজার ২৮ কোটি টাকা (জিডিপি’র ৪ দশমিক ৬ শতাংশ)। অর্থবছর শেষে সার্বিক বাজেট ঘাটতি দাঁড়িয়েছে ১ লাখ ৯৬ হাজার ৪৩৯ কোটি টাকা (জিডিপি’র ৩ দশমিক ৫ শতাংশ)।

অর্থ বিভাগ-এর হিসাব মতে, বাজেট ঘাটতি অর্থায়নে গত অর্থবছরে ব্যাংক ব্যবস্থা থেকে মোট ১ লাখ ২২ হাজার ২০২ কোটি টাকা দীর্ঘ মেয়াদি ঋণ নিয়েছে সরকার। অন্যদিকে ৮ হাজার ৪১ কোটি টাকা স্বল্প মেয়াদি ঋণ পরিশোধ করা হয়েছে। সে হিসাবে আলোচ্য অর্থবছরে সরকার ব্যাংক থেকে নিট ঋণ নিয়েছে ১ লাখ ১৪ হাজার ১৬৩ কোটি টাকা। এছাড়া ব্যাংক-বহির্ভূত খাত থেকে ১৪ হাজার ৩৬৮ কোটি টাকা ঋণ নেওয়া হয়েছে। এর মধ্যে ৩ হাজার ৪০১ কোটি টাকা নেওয়া হয়েছে সঞ্চয়পত্র খাত থেকে।

অন্যদিকে বাজেট ঘাটতি অর্থায়নে গত অর্থবছরে মোট ৯৯ হাজার ১৬৩ কোটি টাকা বৈদেশিক ঋণ নেওয়া হয়েছে। এর বিপরীতে ঋণ পরিশোধ করা হয়েছে ৩৪ হাজার ৩৮৯ কোটি টাকা। সে হিসাবে আলোচ্য অর্থবছরে সরকারের নিট বৈদেশিক ঋণ ৬৪ হাজার ৭৭৪ কোটি টাকা।

অর্থ বিভাগ-এর হিসাব মতে, গত অর্থবছরে সরকার লক্ষ্যমাত্রার তুলনায় অধিক বৈদেশিক ঋণের সুদ পরিশোধ করেছে। এর মধ্যে অভ্যন্তরীণ ঋণের সুদ বাবদ ১ লাখ ৩৪ হাজার ৪৩০ কোটি টাকা (লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ২০ হাজার ৬৫৫ কোটি টাকা) এবং বৈদেশিক ঋণের সুদ বাবদ ১ লাখ ১৬ হাজার ৬১৭ কোটি টাকা (লক্ষ্যমাত্রা ছিল ৯৯ হাজার ৫০০ কোটি টাকা) পরিশোধ করা হয়েছে।

অন্যান্যের মধ্যে গত ২০২৪-২৫ অর্থবছরে মূল বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)-এর ৫৪ শতাংশ এবং সংশোধিত এডিপি’র ৬৬ শতাংশ বাস্তবায়িত হয়েছে।
গত অর্থবছরে মূল এডিপি’র আকার ছিল ২ লাখ ৬৫ হাজার কোটি টাকা। সংশোধিত বাজেটে এটি কাটছাঁট করে ২ লাখ ১৬ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়। অর্থ বিভাগ-এর হিসাব মতে, এর বিপরীতে মোট এডিপি ব্যয় হয়েছে ১ লাখ ৪৪ হাজার ৩৫৬ কোটি টাকা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর