Tuesday 04 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভাঙ্গায় ট্রেনে কাটা পড়ে গৃহবধূ নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ নভেম্বর ২০২৫ ১৩:৪৭ | আপডেট: ৪ নভেম্বর ২০২৫ ১৩:৪৯

প্রতীকী ছবি

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গায় ট্রেনে কাটা পড়ে মিলি আক্তার (৩৫) নামের এক গৃহবধূর নিহত হয়েছেন।

মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল সোয়া ৮টার দিকে উপজেলার আলগী ইউনিয়নের বালিয়া গ্রামের রেলপথ এ ঘটনা ঘটে।

নিহত মিলি আক্তার ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের বালিয়া গ্রামের প্রবাসী আনোয়ার কাজীর স্ত্রী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা রেলওয়ে জংশনের সহকারী স্টেশন মাস্টার সাকিব আকন্দ।

ভাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. শওকত হোসেন জানান, মঙ্গলবার সকাল সোয়া ৮টার দিকে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের বালিয়া নামক স্থানে খুলনা থেকে ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেসে কাটা পড়ে মিলি আক্তার নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। রেলওয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর