Tuesday 04 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইলে বাসচাপায় অটোচালকসহ নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ নভেম্বর ২০২৫ ১৫:১৬

দুর্ঘটনার পর বিপর্যস্ত অটোরিকশা।

টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুরে যাত্রীবাহি বাসের চাপায় অটোরিকশার চালকসহ যাত্রী নিহত হয়েছেন।

মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার দেওহাটা ওভারব্রিজের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—উপজেলার গোড়াই ইউনিয়নের রানাশাল গ্রামের আজিম উদ্দিনের ছেলে অটোচালক রহিজ সিকদার (৪৬) ও দেওহাটা গ্রামের আজগর আলীর ছেলে অটোর যাত্রী আব্দুল হামিদ (৬০)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা টাঙ্গাইলগামী যাত্রীবাহি একটি বাস মহাসড়কের দেওহাটা ওভারব্রিজ দিয়ে পার হয়ে যাওয়ার সময় অটোচালক যাত্রীসহ নিয়ন্ত্রণহীন হয়ে অটোরিকশা মহাসড়কে তুলে দেয়। এ সময় দ্রুতগামী যাত্রীবাহি বাস অটোরিকশাকে চাপা দেয়। এ ঘটনায় অটোচালক ও যাত্রী দুইজনেই গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

মির্জাপুরের গোড়াইল হাইওয়ে থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা সোহেল সারোয়ার জানান, অটোচালক মহাসড়কে উলটো পথে দেওহাটা ওভারব্রিজে উঠার চেষ্টা করে। এ সময় টাঙ্গাইলগামী দ্রুতগতি যাত্রীবাহি বাস চাপা দিলে এ হতাহতের ঘটে।

নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর