কুষ্টিয়া: কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে বিএনপির মনোনয়ন না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করে সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক শহিদুল ইসলামের সমর্থকরা প্রতিবাদ সমাবেশ করেছেন।
মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার দলীয় কার্যালয় চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা বিএনপির সভাপতি আশরাফুজ্জামান শাহিন, সাধারণ সম্পাদক খন্দকার টিপু সুলতান, পৌর বিএনপির সভাপতি আব্দুর রশিদসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য দেন।
বক্তারা অভিযোগ করে বলেন, ত্যাগী ও নির্যাতিত নেতা অধ্যাপক শহিদুল ইসলাম গত ১৭ বছর ধরে দলের সব কর্মকাণ্ডে সক্রিয়ভাবে সম্পৃক্ত থেকেছেন। তিনি তিনবার সংসদ সদস্য এবং জেলা বিএনপির সভাপতি হিসেবে দলের প্রতি নিষ্ঠা ও নেতৃত্বের প্রমাণ দিয়েছেন।
তারা আরও বলেন, ‘অধ্যাপক শহিদুল ইসলামকে মনোনয়ন না দেওয়া অন্যায় সিদ্ধান্ত। এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে অবিলম্বে তাকে মনোনয়ন দিতে হবে।’
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, কুষ্টিয়া-২ আসনে অধ্যাপক শহিদুল ইসলামের বদলে অন্য কাউকে প্রার্থী হিসেবে মেনে নেওয়া হবে না, প্রয়োজনে কঠোর আন্দোলনে নামবে নেতাকর্মীরা।
উল্লেখ্য, সোমবার বিকেলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কুষ্টিয়া-২ আসনে ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করেন।