ঢাকা: রাজধানীর উত্তরায় ট্রেনের ধাক্কায় হাফিজ আহমেদ (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উত্তরা আর্মস ব্যাটালিয়ন স্টাফ কোয়ার্টার সামনের রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) মো. বজলুর রশিদ বলেন, ‘সকালে উত্তরা আর্মস ব্যাটালিয়ন কোয়ার্টারের সামনের রেললাইন পার হচ্ছিলেন ওই ব্যক্তি। এ সময় জামালপুর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে সেখান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।’
এদিকে মৃত ব্যক্তির ভাগিনা প্রিন্স শেখ জানান, তার মামার বাড়ি নড়াইল জেলার লোহাগড়া উপজেলার আড়পাড়া গ্রামে। বর্তমানে স্ত্রী ও দুই সন্তান নিয়ে ঢাকার সাভার রামচন্দ্রপুর এলাকায় থাকতেন। একটি বেসরকারি কোম্পানিতে মার্কেটিং বিভাগে চাকরি করতেন তিনি। অফিসের কাজে উত্তরা এলাকায় গিয়েছিলেন। পরে থানা পুলিশের মাধ্যমে মৃত্যুর খবর পান তারা। তবে কীভাবে দুর্ঘটনা ঘটেছে তা তিনি জানেন না।