Tuesday 04 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপির সাইনবোর্ড টাঙিয়ে প্রবাসীর জমি দখলের অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ নভেম্বর ২০২৫ ১৮:০২

প্রবাসীর জমিতে বিএনপির ওয়ার্ড কার্যালয়ের সাইনবোর্ড। ছবি: সারাবাংলা

পিরোজপুর: পিরোজপুর সদর উপজেলার কলাখালী ইউনিয়নে বিএনপির ওয়ার্ড কার্যালয়ের সাইনবোর্ড টাঙিয়ে এক প্রবাসীর জমি দখলের অভিযোগ উঠেছে ওয়ার্ড বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান হাওলাদারের বিরুদ্ধে। এ ঘটনায় প্রবাসীর পরিবারের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

অভিযোগ সূত্রে জানা যায়, স্কটল্যান্ড প্রবাসী কাজী বাহাদুর ও তার স্ত্রী নুসরাত জাহান সম্প্রতি কলাখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডে ৪৩ শতক পতিত জমি ক্রয় করেন। গত সপ্তাহে স্থানীয় ওয়ার্ড বিএনপি সভাপতি সিদ্দিকুর রহমান হাওলাদার ওই জমি নিজের দাবি করে সেখানে ‘কলাখালী ইউনিয়ন বিএনপি ১নং ওয়ার্ড কার্যালয়’ লেখা সাইনবোর্ড টাঙিয়ে সেই জমি দখল করেন। বাধা দিতে গেলে তিনি প্রবাসীর পরিবারের সদস্যদের হুমকি দেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বিজ্ঞাপন

প্রবাসী কাজী বাহাদুর বলেন, ‘আমি ও আমার স্ত্রী ক্রয় সূত্রে জমির মালিক। আমার পরিবারের মোট প্রায় ২৭ শতাংশ জমি ওইখানে রয়েছে। আমি বিষয়টি স্থানীয় বিএনপি নেতাদের জানিয়েছি, কিন্তু কোনো প্রতিকার পাইনি। এমনকি পিরোজপুর সদর থানার ওসিকে বিষয়টি জানিয়েও কোনো লাভ হয়নি।’

এবিষয়ে কলাখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক মৃধা বলেন, ‘দলীয় কার্যালয়ের সাইনবোর্ড টাঙাতে হলে অনুমতি নিতে হয়। সিদ্দিকুর রহমান কোনো অনুমতি নেননি। তিনি একজন ভূমিদস্যু, তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হবে।’

ইউনিয়নের যুগ্ম সম্পাদক ডালিম ডাকুয়া বলেন, ‘সিদ্দিকুর রহমান আওয়ামী লীগ সরকারের সময়ও চাঁন ডাকুয়ার সঙ্গে মিলেমিশে জমি দখলসহ নানা অপকর্ম করেছে।’

তবে অভিযোগ অস্বীকার করে সিদ্দিকুর রহমান হাওলাদার বলেন, ‘এটা আমার পিতার ক্রয়কৃত সম্পত্তি। আমি বিএনপির কার্যালয়ের সাইনবোর্ড টাঙিয়েছি। দলীয় অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। উলটো আমার ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে, আমি মামলা করবো।’

কলাখালী ইউনিয়ন বিএনপির সভাপতি গিয়াসউদ্দিন সরদার চাঁন বলেন, ‘বিএনপির সাইনবোর্ড টাঙিয়ে জমি দখলের অভিযোগ পেয়েছি। আমি সিদ্দিককে সাইনবোর্ড নামাতে বলেছি, তবে পরে সেটা নামানো হয়েছে কি না, জানি না।’

এবিষয়ে পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত বলেন, ‘এই বিষয়ে আমি অবগত নই। তবে এখন যখন জানতে পেরেছি, আমি স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে—এমন কোনো কাজকে আমি বা আমার দল কখনোই প্রশ্রয় দেবে না।’

পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম বলেন, ‘অভিযুক্তকে জমির কাগজপত্র নিয়ে আসতে বলা হয়েছে। কাগজ যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর