Tuesday 04 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুড়িগ্রামে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সক্ষমতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ নভেম্বর ২০২৫ ১৮:১৪

দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সক্ষমতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা। ছবি: সারাবাংলা

কুড়িগ্রাম: কুড়িগ্রামে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সক্ষমতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়ন পরিষদ হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসুচি এ কর্মশালার আয়োজন করে ব্র্যাক। এতে অংশ নেয় দুর্যোগ ব্যবস্থপনা কমিটির সদস্যরা। এসময় অংশগ্রহণকারীরা দুর্যোগ নিয়ে নানা বিষয়ে আলোচনা করেন।

কর্মশালায় উপস্থিত ছিলেন-দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচির সক্ষমতা বৃদ্ধি বিশেষজ্ঞ তুষার চক্রবর্তী, ফিল্ড কো-অর্ডিনেটর রেদওয়ানুজ্জান চৌধুরী, যাত্রাপুর ব্র্যাঞ্চ ম্যানেজার (দাবি) গোলাম মোস্তফাসহ স্থানীয় জনপ্রতিনিধিগন।

বিজ্ঞাপন
সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর