ঢাকা: সিকিউরিটিজ আইন ও বিধি ভঙ্গের দায়ে আইএফআইসি ব্যাংক পিলসি-এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শাহ আলম সারওয়ার-কে ৫ কোটি টাকা জরিমানা করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড একচেঞ্জ কমিশন (বিএসইসি)।
নিয়ন্ত্রক সংস্থার ৯৮০ তম কমিশন সভায় এ জরিমানা নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (০৪ নভেম্বর) বিএসইসি’র পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আইএফআইসি গ্রান্টের্ড শ্রীপুর টাউনশিপ গ্রীন জিরো কুপন বন্ড শীর্ষক ১৫শ’ কোটি টাকা অভিহিত মূল্যের এবং ১ হাজার কোটি টাকা ইস্যু মূল্যের বন্ডের জামিনদার হিসেবে আইএফআইসি ব্যাংক ও অ্যারেঞ্জার হিসেবে আইএফআইসি ইনভেস্টমেন্ট লিমিটেড দায়িত্ব পালন করেছে। আইএফআইসি ব্যাংক উক্ত বন্ডটি ইস্যু করেনি। মূলত শ্রীপুর টাউনশিপ লিমিটেড উক্ত বন্ডের মাধ্যমে টাকা উত্তোলন করেছে। কিন্তু বিভিন্ন বিজ্ঞাপনে বন্ডের নাম হিসেবে ‘আইএফআইসি আমার বন্ড’ নামটি ব্যবহার করা হয়েছে। যা বিনিয়োগকারীদের ধারনা দেয় যে, এ বন্ড আইএফআইসি পিএলসি ইস্যু করেছে, কিন্তু আইএফআইসি ছিল বন্ডটির জামিনদার। এভাবে বিনিয়োগকারীদের প্রতারিত করে বিনিয়োগে আকৃষ্ট করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিশনের ৯৬৫তম কমিশন সভায় উক্ত বন্ডের অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। পরবর্তীতে ৯৮০তম সভায় এই অর্থদণ্ড প্রদান করা হয়েছে।