Tuesday 04 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিবন্ধন না পাওয়ায় ইসির সামনে অনশনে আমজনতার দলের তারেক

স্টাফ করেসপন্ডেন্ট
৪ নভেম্বর ২০২৫ ২০:৪৮ | আপডেট: ৪ নভেম্বর ২০২৫ ২৩:৫০

ইসির সামনে অনশনে আমজনতার দলের তারেক রহমান। ছবি: সারাবাংলা

ঢাকা: নির্বাচন কমিশন থেকে রাজনৈতিক দল হিসেবে আমজনতার দল নিবন্ধন না পাওয়ায় আমরণ অনশনে বসেছেন দলটির সদস্য সচিব তারেক রহমান।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল তিনটায় যখন ইসি সচিব আখতার আহমেদ নতুন তিনটি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত জানান, তখন তারেক বিমর্ষ হয়ে পড়েন।

ব্রিফিং শেষ হওয়ার পরপরই তিনি ইসি সচিব এবং অতিরিক্ত সচিবের সঙ্গে সাক্ষাৎ করার চেষ্টা করেন। পরে অতিরিক্ত সচিবের দফতর থেকে ফিরে এসে অনশনে বসে পড়েন।

তারেক বলেন, ‘নিবন্ধন না দেওয়ার কারণ জানতে চাইলেও নির্বাচন কমিশন কোনো সন্তোষজনক উত্তর দিচ্ছে না।’

এদিকে, এক ফেসবুক পোস্টে তিনি বলেন, ৪৩ লাখ গ্রাহকের অর্থ লুট করে, এক মাস আগে এসে দল খুলে নিবন্ধন পেল ডেস্টিনি (ডেসটিনি-২০০০-এর কর্ণধার রফিকুল আমিনের দল বাংলাদেশ আমজনগণ পার্টি)। এর আগে, জাতীয় লীগের নিবন্ধনের কথা ঘোষণা করেছিল ইসি; পরে সব ফাঁস হওয়ার পর তা স্থগিত করে। আমরা বছরের পর বছর রাজনীতি করে নিবন্ধিত হচ্ছি না। রাজনীতি কি শুধু বুর্জোয়াদের জন্য? নিবন্ধনের ঘোষণা নয়-যারা জাতীয় লীগের নাম প্রস্তাব করেছিল, তাদের শাস্তি চাই। না হলে আমরণ অনশন মৃত্যু দিকে ঠেলে দেবে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এনএল/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর