Tuesday 04 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাস মেলায় গোসলে নেমে পর্যটক নিখোঁজ, সাগর থেকে জীবিত উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ নভেম্বর ২০২৫ ২১:০৩

নিখোঁজ পর্যটককে উদ্ধার করে কোস্ট গার্ড।

বাগেরহাট: রাস মেলায় গিয়ে গোসলে নেমে নিখোঁজ পর্যটককে সাগর থেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, ‘মঙ্গলবার দুপুর ১২ টায় সুন্দরবনের দুবলার চরে অনুষ্ঠিত রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান উৎসবে আগত বাগেরহাটের ফকিরহাটের সুমন আহমেদ (২৭) নামের এক পর্যটক সমুদ্র তীরে গোসল করতে নামলে জোয়ারের পানিতে ভেসে যায়। উক্ত ঘটনাটি কোস্ট গার্ড আউট পোস্ট দুবলার চর অবগত হলে কোস্ট গার্ড জাহাজ স্বাধীন বাংলা কর্তৃক তাৎক্ষণিক দুবলার চর সংলগ্ন সমুদ্র এলাকায় একটি উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিখোঁজ পর্যটককে নিরাপদে উদ্ধার করা হয়।‘

বিজ্ঞাপন

উদ্ধারকৃত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে নিকট আত্মীয়ের কাছে হস্তান্তর করা হবে।

তিনি আরও বলেন, ‘মানবতার সেবায় বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার অভিযান অব্যাহত রাখবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর