রাজবাড়ী: মা-বাবা ও বড় ভাইয়ের কবর জিয়ারতের পর নির্বাচনের মাঠে নেমেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজবাড়ী-১ (সদর ও গোয়ালন্দ) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ধানের শীষের প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
মঙ্গলবার (৪ নভেম্বর) রাজবাড়ী শহরের ২৮ কলোনি কবরস্থানে গিয়ে বাবা ডা. একে এম ওয়াহিদ, মা রাজিয়া বেগম ও বড় ভাই আল্লা নেওয়াজ খায়রুর কবর জিয়ারত করেন। এ সময় তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।
কবর জিয়ারত শেষে আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, ‘বিএনপি আমাকে ধানের শীষ প্রতীক উপহার দিয়েছে। এজন্য আমি প্রথমে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই এবং রাজবাড়ী বাসীর প্রতিও কৃতজ্ঞতা জানাই।’
তিনি বলেন, ‘রাজবাড়ীর মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার লক্ষ্যে জনগণের আস্থা ও ভালোবাসা নিয়েই এগিয়ে যাবো। রাজবাড়ীবাসীর মার্কা এই ধানের শীষ। এখন সব ভেদাভেদ ও দুঃখ-কষ্ট ভুলে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিপুল ভোটে বিজয়ী করে রাষ্ট্রনায়ক তারেক রহমানকে উপহার দিতে চাই।’
এ সময় রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবিব, সাবেক দফতর সম্পাদক এ মজিদ বিশ্বাসসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।