Tuesday 04 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুণ্ড্র ইউনিভার্সিটিতে ইসলামী ব্যাংকিং শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ নভেম্বর ২০২৫ ২৩:৩৫ | আপডেট: ৪ নভেম্বর ২০২৫ ২৩:৪০

পুণ্ড্র ইউনিভার্সিটিতে ইসলামী ব্যাংকিং অ্যান্ড ইটস ডিজিটাল প্রোডাক্টস: অ্যাকসেপ্টেন্স অ্যান্ড বেনিফিটস শীর্ষক সেমিনার অনুষ্ঠিত। ছবি: সংগৃহীত

বগুড়া: পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ইসলামী ব্যাংকিং অ্যান্ড ইটস ডিজিটাল প্রোডাক্টস: অ্যাকসেপ্টেন্স অ্যান্ড বেনিফিটস শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। পুণ্ড্র ইউনিভার্সিটির সার্বিক সহযোগিতায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর আয়োজনে মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে এ সেমিনারের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জি. মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার। গেস্ট অব অনার হিসেবে বক্তব্য দেন পুণ্ড্র ইউনিভার্সিটি’র বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. হোসনে-আরা বেগম। বিশেষ অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র, পুণ্ড্র ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান রোটা: ডা. মো. মতিউর রহমান, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি প্রধান কার্যালয় ঢাকার বিজনেস প্রমোশন অ্যান্ড মার্কেটিং ডিভিশন ইভিপি অ্যান্ড হেড মো. মাজনুজ্জামান।

বিজ্ঞাপন

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি বগুড়া জোনের হেড অ্যান্ড ইভিপি শিকদার মো. শিহাবউদ্দীনের সভাপতিত্বে সেমিনারে স্বাগত বক্তব্য দেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি বগুড়া শাখা প্রধান ভাইস প্রেসিডেন্ট মো. মোশারফ হোসেন।

ইসলামী ব্যাংকিং অ্যান্ড ইটস ডিজিটাল প্রোডাক্টস: অ্যাকসেপ্টেন্স অ্যান্ড বেনিফিটস বিষয়ক স্লাইড প্রদর্শন করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি প্রধান কার্যালয় ঢাকার এভিপি অ্যান্ড হেড অব ফিনটেক বিজনেস অ্যান্ড মার্কেটিং ডিভিশন এএনএম তৌহিদুল ইসলাম। দেশব্যাপী ডিজিটাল ব্যাংকিং বিষয়ক ব্যাপক গণসচেতনতা তৈরীর অংশ হিসেবে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

সেমিনারে বক্তারা বলেন, সহজ ও আরামদায়ক জীবনযাপনের জন্য ডিজিটাল ব্যাংকিং অত্যন্ত জরুরি। দ্রুত, স্বাচ্ছন্দে ও নিরাপদে লেনদেন করতে আমাদের সবাইকে ডিজিটাল ব্যাংকিং উদ্যোগকে এগিয়ে নিতে হবে। ক্যাশ ব্যবহারের অপকারিতা, ক্যাশ বহনের ঝুঁকি, জাল টাকা প্রতিরোধ ও ভাংতি টাকার জটিলতা নিরসনে ডিজিটাল লেনদেন খুব দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. এম. আমিনুল ইসলাম, বিওটি উপদেষ্টা ও সাবেক উপাচার্য হাবিপ্রবি প্রফেসর ড. এম. আফজাল হোসেন, বিওটি সদস্য আয়শা বেগম, টিএমএসএস মেডিকেল কলেজ এর অধ্যক্ষ ডা. জাকির হোসেন, পিইউবি ট্রেজারার প্রফেসর মুহা. সুজন শাহ-ই-ফজলুল, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. মো. রফিকুল আহসান, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. আহমেদ শরীফ তালুকদার, রেজিস্ট্রার ড. এস. জে. আনোয়ার জাহিদ, পরিচালক (অর্থ) মো. আফসার আলী এফসিএমএ, টিএমএসএস’র বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষার্থী ও কর্মকর্তা এবং পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

বিপিএলের পাঁচ দল চূড়ান্ত
৫ নভেম্বর ২০২৫ ০০:০৪

আরো

সম্পর্কিত খবর