Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুলিশ ইন্সপেক্টর ইমরান হত্যার মামলার আসামি রিমান্ডে


১১ জুলাই ২০১৮ ১৯:৫৬

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা : পুলিশের বিশেষ শাখার কর্মরত পরিদর্শক মো. মামুন ইমরান খান হত্যা মামলায় গ্রেপ্তার আসামি রহমত উল্লাহর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১১ জুলাই) বিকেলে ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) মো. সাইফুজ্জামান হিরো এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক শেখ মাহবুবুর রহমান আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড আবেদনে বলা হয়, গ্রেপ্তার রহমত উল্লাহর সহযোগী স্বপন, দিদার, মিজান, আতিক, শেখ হৃদয় ওরফে আপন ওরফে রবিউল, সুরাইয়া আক্তার কেয়া, মেহেরুন নেছা ঝর্ণা ওরফে আফরিন, ফারিয়া বিনতে মীম ওরফে মাইশাসহ অজ্ঞাত আরো ২/৩ জন পূর্ব পরিকল্পিতভাবে গত ৮ জুলাই মো. মামুন ইমরান খানকে ফোন করেন। তারা সেদিন রাত ৮টার দিকে বনানী থানার ২/৩ নং রোডের পাঁচ নম্বর বাড়ীর ২/এ অ্যাপার্টমেন্টের দ্বিতীয় তলার একটি কক্ষে ডেকে এনে মারধর করে হত্যা করেন। পরে লাশ গুম করার জন্য বস্তাবন্দি করে গাড়ীতে তুলে গাজীপুর জেলার কালিয়াকৈর থানার উলখোলার বাইরদিয়া রাস্তার পাশের বাঁশ ঝোপের মধ্যে লাশটি পেট্রল দিয়ে পুড়িয়ে ফেলে রেখে আসে।

মঙ্গলবার (১০ জুলাই) গাজীপুরের বাইরদিয়া রাস্তার পাশের ঝোপের ইন্সপেক্টর মো. মামুন ইমরান খানের লাশ পাওয়া যায়।

এ ঘটনায় মামুনের ভাই মো. জাহাঙ্গীর আলম খান বনানী থানায় একটি মামলা করেন।

সারাবাংলা/এআই/এসএমএন

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর