Tuesday 04 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সয়াবিন চুক্তি মার্কিন-বাংলাদেশ কৃষি বাণিজ্যকে আরও শক্তিশালী করল: যুক্তরাষ্ট্র দূতাবাস

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
৪ নভেম্বর ২০২৫ ২৩:৪৮ | আপডেট: ৫ নভেম্বর ২০২৫ ০০:৪৬

ঢাকার মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস। ছবি: সংগৃহীত

ঢাকা: এক বিলিয়ন ডলারের সয়াবিন চুক্তি যুক্তরাষ্ট্র-বাংলাদেশ কৃষি বাণিজ্যকে আরও শক্তিশালী করল বলে অভিহিত করেছে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস।

মঙ্গলবার (৪ নভেম্বর) যুক্তরাষ্ট্র মিশনের মুখপাত্র পূর্ণিমা রায়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই কথা বলা হয়েছে।

যুক্তরাষ্ট্র মিশন বলছে, বাংলাদেশের তিনটি শীর্ষ সয়াবিন প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান— মেঘনা গ্রুপ, সিটি গ্রুপ এবং ডেল্টা অ্যাগ্রো—আগামী এক বছরে যুক্তরাষ্ট্র থেকে ১ বিলিয়ন ডলারের সয়াবিন কেনার ঘোষণা দিয়েছে। এই চুক্তি যুক্তরাষ্ট্র-বাংলাদেশ কৃষি বাণিজ্যকে আরও শক্তিশালী করল বলে মনে অভিহিত করল।

দূতাবাস আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্র সয়াবিন এক্সপোর্ট কাউন্সিল (USSEC)—যা যুক্তরাষ্ট্রের বাইরে সয়াবিন কৃষকদের প্রতিনিধিত্ব করে এমন একটি বাণিজ্য সংগঠন—এর সঙ্গে এই ঐতিহাসিক চুক্তিটি বাংলাদেশের বাজারে যুক্তরাষ্ট্রের উচ্চমানের কৃষিপণ্যের ক্রমবর্ধমান চাহিদার প্রতিফলন।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি জ্যাকবসন এই চুক্তিকে স্বাগত জানিয়ে বলেন, ‘বাংলাদেশের বাজার এখন যুক্তরাষ্ট্রের রফতানির জন্য একটি গুরুত্বপূর্ণ গন্তব্যে পরিণত হয়েছে।’

তিনি আরও জানান, এই চুক্তির ফলে বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের সয়াবিন বিক্রি আগামী বছরে তিনগুণ বৃদ্ধি পাবে, যা দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।