Wednesday 05 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাপলা কলি, হ্যান্ডশেক ও কাঁচি’র বিরুদ্ধে আপত্তি জানানো যাবে: ইসি

স্টাফ করেসপন্ডেন্ট
৫ নভেম্বর ২০২৫ ০৮:৩৪

বাংলাদেশ নির্বাচন কমিশন। ফাইল ছবি

ঢাকা: নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পেতে যাওয়া নতুন তিনটি রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে দাবি-আপত্তি আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এতে বলা হয়েছে, আগামী ১২ নভেম্বর পর্যন্ত আপত্তি জানানো যাবে।

মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় ইসি সচিব আখতার আহমেদ এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ আম জনগণ পার্টিকে হ্যান্ডশেক, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলকে (মার্কসবাদী) কাঁচি এবং জাতীয় নাগরিক পার্টিকে শাপলা কলি প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। ওই দলগুলোর বিরুদ্ধে কারও কোনো দাবি আপত্তি থাকলে ইসির সিনিয়র সচিবের কাছে লিখিতভাবে ১২ নভেম্বরের মধ্যে লিখিত আকারে জানাতে হবে।

বিজ্ঞাপন

দাবি-আপত্তি শেষে দলগুলো চূড়ান্ত নিবন্ধন পেলে এই প্রতীকগুলো দলীয় প্রতীক হিসেবে ব্যবহার করবে এই তিন দল।

এর আগে, বিকেলে ওই তিনটি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্তের কথা জানান ইসি সচিব। তিনি বলেন, দাবি-আপত্তি নিষ্পত্তি পর বা কোনো আপত্তি না থাকলে দলগুলোকে পরবর্তীতে সনদ দেওয়া হবে।

বর্তমানে ইসিতে নিবন্ধিত দলের সংখ্যা ৫৩টি। স্থগিত রয়েছে আওয়ামী লীগ; বাতিল রয়েছে ফ্রিডম পার্টি, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন ও পিডিপি নিবন্ধন।

সারাবাংলা/এনএল/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর