মৌসুমের শুরু থেকেই অপরাজিত ছিল দুই দলই। গত আসরের চ্যাম্পিয়ন পিএসজি এবারের আসরে প্রথম হারের স্বাদ পেল জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের কাছেই। পিএসজির মাঠে লুইস দিয়াজের জোড়া গোলে ২-১ ব্যবধানের জয়ে টানা ৪ ম্যাচ জিতে চ্যাম্পিয়নস লিগের শীর্ষে উঠে এল বায়ার্ন।
পার্ক ডি প্রিন্সের প্রথমার্ধ ছিল বেশ নাটকীয়। ৪ মিনিটের মাথায় বায়ার্নকে এগিয়ে দেন দিয়াজ। ২৩ মিনিটে ম্যাচে সমতা এনেছিল পিএসজি। তবে উসমান ডেম্বেলের গোল ভিএআরের সাহায্য নিয়ে বাতিল করেন রেফারি।
৩২ মিনিটে আবারও বল জালে জড়ান দিয়াজ। ২-০ গোলে এগিয়ে থেকে বেশ ফুরফুরে মেজাজেই ছিল বায়ার্ন। বিরতির আগে তৃতীয় গোল পেয়েছিলেন তারা। তবে অফসাইডের কারণে সেটা বাতিল হয়।
হাফ টাইমের আগে বড় ধাক্কা খায় বায়ার্ন। জোড়া গোল করা দিয়াজ লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় জার্মান ক্লাবটি।
দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার লড়াইয়ে বায়ার্নকে চেপে ধরে পিএসজি। এর ফলটাও আসে ৭৪ মিনিটে। নাভাসের গোলে ব্যবধান কমায় পিএসজি।
শেষ পর্যন্ত আর ম্যাচে ফিরতে পারেনি ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ২-১ গোলের এই জয়ে ৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এল বায়ার্ন। ৪ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ৩য় স্থানে নেমে গেল পিএসজি।