Wednesday 05 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুলাই সনদের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান সারজিসের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ নভেম্বর ২০২৫ ০৯:২১

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

পঞ্চগড়: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘এই দেশে ১৮-২০ কোটি মানুষের অধিকারের চেয়ে কখনো একটা দল বড় হতে পারে না। আমরা সবাই যেই দলেরই হই না কেন এই বাংলাদেশের জনগণের আগে, দেশের আগে কিংবা নিজের জীবনের নাগরিক সুবিধার আগে, কিংবা এগুলোর ঊর্ধ্বে কখনো দল হতে পারে না। তাই অনুরোধ, আমরা যেই দলেরই হই না কেন গণভোটের দিন ওই জুলাই সনদে আমরা যেন জুলাই সনদের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দেই।’

মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় এক রাজনৈতিক সভায় এ কথা বলেন।

সারজিস বলেন, ‘প্রায় ৩০-৪০ বছর আগে একবার গণভোট হয়েছিল। আবার সামনে গণভোট হবে। যে নিয়ম-কানুনগুলোর কারণে শেখ হাসিনা ধীরে ধীরে একজন স্বৈরাচার হয়ে উঠেছে, সেই নিয়ম-কানুনগুলোর পরিবর্তন দরকার আছে না নাই?

বিজ্ঞাপন

জুলাই সনদের কথা উল্লেখ করে সারজিস বলেন, ‘এই জুলাই সনদ হলো সেই সনদ, যেখানে লেখা আছে কোন পরিবর্তনগুলো হলে জনগণের সাথে সরকারের ক্ষমতার একটি ভারসাম্য তৈরি হবে। কোন পরিবর্তনগুলো হলে আগামীতে কোনো সরকার আর স্বৈরাচারের সরকার হয়ে উঠতে পারবে না। কোন পরিবর্তনগুলো হলে আগামীর নেতারা পা লা খালি আকাশে বেরাবেনি, মাটিতেও পড়বে। ‘

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনার ভূমি মন্ত্রীর ৩৬০টা বাড়ি কানাডায়। একটা মানুষের শরীরে হাড় ২০৬টা। মরার পর হাড়গুলো আলাদা আলাদা করে যদি একটা বাড়িতে একটা কবর হিসাবে রাখে, তাও ১০০ টা বাড়ি পড়ে থাকবে। এরকম করেই জনগণের টাকার লুটপাট করেছে।’

সভায় স্থানীয় এনসিপি নেতাকর্মী ও সমর্থকরা এ সময় উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর