Wednesday 05 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিউইয়র্কের নেতৃত্বে প্রথম মুসলিম মেয়র মামদানি

আন্তর্জাতিক ডেস্ক
৫ নভেম্বর ২০২৫ ১০:১১ | আপডেট: ৫ নভেম্বর ২০২৫ ১২:১৯

নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি মেয়র নির্বাচনে জয়ী হয়ে ইতিহাস গড়েছেন ডেমোক্রেটিক সোশ্যালিস্ট নেতা জোহরান মামদানি। মাত্র ৩৪ বছর বয়সে ইতিহাসে সর্বকনিষ্ঠ ও প্রথম মুসলিম হিসেবে নিউইয়র্কের ১১১তম মেয়র নির্বাচিত নির্বাচিত হয়েছেন তিনি।

মঙ্গলবার (৪ নভেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে মামদানি সাবেক গভর্নর অ্যান্ড্রু কুয়োমোকে পরাজিত করে মেয়র হিসেবে জয়লাভ করেছেন।

তরুণ ও প্রগতিশীল আদর্শ-এই দুই উপাদানকে সামনে রেখে মামদানি নিউইয়র্কসীকে ‘অন্য রকম নিউইয়র্ক’ গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন। সেই সঙ্গে ভাড়া বৃদ্ধি স্থগিত রাখা, প্রায় এক মিলিয়ন আবাসনের জন্য রেন্ট ফ্রিজ এবং গণপরিবহন বিশেষ করে বাসসেবা বিনামূল্যে করার প্রতিশ্রুতিও ব্যক্ত করেছেন তিনি।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৪ নভেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মেয়র নির্বাচনে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা পর্যন্ত আনুমানিক ১৭ লাখ মানুষ ভোট দিয়েছেন বলে জানিয়েছে শহরের নির্বাচন বোর্ড। এ ফল শুধু নিউইয়র্ক নয়, জাতীয় রাজনীতিতেও ডেমোক্র্যাটিক পার্টির অভ্যন্তরীণ ক্ষমতার ভারসাম্যে বড় বার্তা বহন করছে বলে মত প্রকাশ করেছেন বিশ্লেষকরা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর