ঢাকা: ভোটার ঠিকানা পরিবর্তনের আবেদন আগামী ১০ নভেম্বরের পর থেকে করা যাবে না।
মঙ্গলবার (৪ নভেম্বর) এক অফিস আদেশে এই ঠিকানা পরিবর্তনের আবেদনের সময়সীমা বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসির অফিস আদেশে বলা হয়, যারা বাসস্থান পরিবর্তনের কারণে ভোটার ঠিকানা স্থানান্তর করতে চান, তাদের নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন করতে হবে।
ইসির নির্দেশনায় আরও বলা হয়েছে, জেলা ও উপজেলা নিবন্ধন কর্মকর্তারা প্রাপ্ত আবেদনগুলো যাচাই-বাছাই শেষে ১৭ নভেম্বরের মধ্যে অনুমোদন বা বাতিলের সিদ্ধান্ত জানাবেন।